Sunday, November 2, 2025

বিজেপিতেই ফিরলেন অর্জুন, ব্যারাকপুরে পার্থর বিরুদ্ধে ভোটেও লড়বেন

Date:

অনেক টালবাহানার পর শেষপর্যন্ত বিজেপিতেই নাম লেখালেন ব্যারাকপুরের (Barrackpore) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। যদিও তিনি খাতায় কলমে বিজেপির সাংসদ (BJP MP) ছিলেন। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। টিকিটও পেয়েছিলেন ব্যারাকপুর থেকে। জিতে সাংসদ হয়েছিলেন। তবে বিজেপির প্রতি মোহভঙ্গ হওয়ায় ফের তৃণমূলে ফেরেন তিনি। কিন্তু লোকসভা ভোট (Loksabha ELection) ব্যারাকপুর থেকে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। পরিবর্তে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে (Partha Bhowmik) প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

এরপর থেকেই জোর জল্পনা ছিল অর্জুন ফের বিজেপিতে ফিরবেন। তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। কিন্তু শুভেন্দু অধিকারী অর্জুনকে ফিরিয়ে নেওয়ার পক্ষেই ছিলেন। কারণ, ব্যারাকপুর চত্বরে সেই অর্থে বিজেপির কোনও সাংগঠনিক ও দাপুটে নেতা নেই। তবে অর্জুন প্রবল আপত্তি রয়েছে ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের। তাঁরা প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন, অর্জুন সিংকে দলে ফেরালে তাঁরা বসে যাবেন।

এমন টালবাহানার মাঝেই বুধবার মধ্যরাতে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের মধ্যে ভারচুয়ালি দীর্ঘ বৈঠক হয়। সেখানেই অর্জুনকে ফের একবার দলে ফেরানো হয়। সুকান্ত বা দিলীপের আপত্তি সত্ত্বেও শুভেন্দুর ইচ্ছায় দিল্লি নেতৃত্ব অর্জুনকে দলে ফেরানোয় সবুজ সঙ্কেত দেয়। বিজেপি সূত্রে খবর, অর্জুন সিংকে ফের ব্যারাকপুরেই টিকিট দিতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে পার্থ ভৌমিকের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্জুনকে।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version