Sunday, August 24, 2025

অনেক টালবাহানার পর শেষপর্যন্ত বিজেপিতেই নাম লেখালেন ব্যারাকপুরের (Barrackpore) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। যদিও তিনি খাতায় কলমে বিজেপির সাংসদ (BJP MP) ছিলেন। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। টিকিটও পেয়েছিলেন ব্যারাকপুর থেকে। জিতে সাংসদ হয়েছিলেন। তবে বিজেপির প্রতি মোহভঙ্গ হওয়ায় ফের তৃণমূলে ফেরেন তিনি। কিন্তু লোকসভা ভোট (Loksabha ELection) ব্যারাকপুর থেকে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। পরিবর্তে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে (Partha Bhowmik) প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

এরপর থেকেই জোর জল্পনা ছিল অর্জুন ফের বিজেপিতে ফিরবেন। তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। কিন্তু শুভেন্দু অধিকারী অর্জুনকে ফিরিয়ে নেওয়ার পক্ষেই ছিলেন। কারণ, ব্যারাকপুর চত্বরে সেই অর্থে বিজেপির কোনও সাংগঠনিক ও দাপুটে নেতা নেই। তবে অর্জুন প্রবল আপত্তি রয়েছে ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের। তাঁরা প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন, অর্জুন সিংকে দলে ফেরালে তাঁরা বসে যাবেন।

এমন টালবাহানার মাঝেই বুধবার মধ্যরাতে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের মধ্যে ভারচুয়ালি দীর্ঘ বৈঠক হয়। সেখানেই অর্জুনকে ফের একবার দলে ফেরানো হয়। সুকান্ত বা দিলীপের আপত্তি সত্ত্বেও শুভেন্দুর ইচ্ছায় দিল্লি নেতৃত্ব অর্জুনকে দলে ফেরানোয় সবুজ সঙ্কেত দেয়। বিজেপি সূত্রে খবর, অর্জুন সিংকে ফের ব্যারাকপুরেই টিকিট দিতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে পার্থ ভৌমিকের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্জুনকে।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version