Wednesday, November 5, 2025

মালদহে নতুন আরও ২ বাস ডিপো, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি রাখলেন সাংসদ সুখেন্দু

Date:

বাংলার সরকার যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে। এবার মালদহের বাসিন্দারা সেই প্রতিশ্রুতি পূরণের সাক্ষী থাকতে চলেছেন। মালদহে আরও বাস ডিপো তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ইতিমধ্যেই একটি বাস ডিপোর জন্য জমি দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তাঁর তহবিল থেকে ১ কোটি টাকা এই প্রকল্পের জন্য বরাদ্দ করেন। পাশাপাশি আরও দুই শহরে দুটি বাস ডিপো তৈরির পরিকল্পনাও শুরু করেছে মালদহ জেলা প্রশাসন।

মালদহের ভূমিপুত্র সাংসদ সুখেন্দু শেখর রায়। তাঁর জেলার উন্নয়নে কোনও প্রতিশ্রুতিই পড়ে থাকবে না, তা আবারও প্রমাণ করে দিলেন তিনি। একটি ভিডিও বার্তায় মালদহ শহরের রামকৃষ্ণ রোডের বাসিন্দা সাংসদ জানান, “মুখ্যমন্ত্রী মালদহে নতুন বাস ডিপো তৈরির কথা আগেই বলেছিলেন। মালদহের ভূমিপুত্র হিসাবে এই কাজের শরিক হতে পেরে আমারও ভালো লাগছে। ইতিমধ্যেই আমার সাংসদ তহবিল থেকে একটি বাস ডিপোর জন্য এক কোটি টাকা মঞ্জুর করেছি। ওই অর্থ ইতিমধ্যে মালদহ জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছি। এই বাস ডিপো তৈরি হবে গাজোলে। প্রশাসন জমি দেখার কাজ শুরু করে দিয়েছে বলে জানতে পেরেছি। নির্বাচনের পরই এই বাস ডিপো তৈরির কাজ শুরু হয়ে যাবে।”

গাজোলে বাস ডিপোর জমির পাশাপাশি তার অ্যাপ্রোচ রোডের জন্যও জমি চিহ্নিত করেছে জেলা প্রশাসন। জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া জানান বাকি দুটি বাস ডিপো চাঁচল ও কালিয়াচকে তৈরি হবে। এই দুই জায়গায়ও বাস ডিপোর জন্য জমি পেতে সমস্যা হবে না বলেই তিনি জানান। পাশাপাশি বাস ডিপোগুলি তৈরির জন্য প্রাথমিকভাবে ১ কোটি টাকা প্রয়োজন বলেও জানান তিনি। সাংসদ তহবিল থেকে সেই টাকা পাওয়ায় এই কাজ আরও দ্রুত হওয়া সম্ভব হয়েছে বলেও দাবি তাঁর।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version