Sunday, August 24, 2025

ওপিনিয়ন পোল: বাংলায় আসন বাড়বে তৃণমূলের, কমবে বিজেপি, বাম-কংগ্রেস শূণ্য!

Date:

রাত পোহালেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে বিভিন্ন সংবাদ মাধ্যম ভোটের সম্ভাব্য ফল কী হতে পারে, সেই সমীক্ষা সামনে আনছে। বাংলার ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। এখনও পর্যন্ত ২০ আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছে বিজেপিও। বামেদের তরফে প্রথম পর্যায়ে ১৬ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যদিও কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি।

ভোটের হাওয়া কোন দিকে? যৌথভাবে জনমত সমীক্ষা করল ম্যাট্রিজ জি-নিউজ। ২০১৯-এ রাজ্যে বিজেপির আসন সংখ্যা দেখে কার্যত চমকে গিয়েছিলেন অনেকেই। সেবার ১৮ আসনে জিতেছিলেন পদ্মপ্রার্থীরা। আর তৃণমূলের ঝুলিতে গিয়েছিল ২২ আসন। এবার কী হবে?

ম্যাট্রিজ জি-নিউজ জনমত সমীক্ষায় বাংলায় কিন্তু এগিয়ে আছে তৃণমূল। তাদের জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে এবার আসন সংখ্যা বাড়বে তৃণমূলের। সেক্ষেত্রে বলা হয়েছে, তৃণমূল পেতে পারে ২৪টি আসন। বিজেপির ঝুলিতে যাবে ১৭টি অর্থাৎ গতবারের তুলনায় এ রাজ্য থেকে বিজেপির একটি আসন কমছে। কংগ্রস পেতে পারে একটি আসন। জোট হলেও বামেদের ঝুলি যথারীতি শূণ্য!

স্রেফ আসন সংখ্যাই নয়, এ রাজ্যে ভোট শতাংশের বিচারে এগিয়ে তৃণমূলই। তবে খুব একটা পিছিয়ে থাকবে না বিজেপিও। ম্যাট্রিজ জি-নিউজ জনমত সমীক্ষা বলছে, ভোট শতাংশ তৃণমূলের পক্ষে ৪২.৬। বিজেপির ৪১.৫। জোট হলে কংগ্রেস ও বাম ১১.৯। অন্যন্য–৪.০।

২৭ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়। দেশজুড়ে সিএএ লাগু হওয়ার পর এই সমীক্ষা চালিয়েছে ম্যাট্রিজ জি-নিউজ। ৬১,৪৭৫ জন পুরুষ আর ৩৭,৫৬৮ জন মহিলা। দেশের ৫৪৩টি লোকসভা আসনে ১১৩,৮৪৮ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। বাদ যাননি ১৪,৭৯৯ জন প্রথমবারের ভোটারও।

অন্যদিকে, এবিপি নিউজ-সি ভোটার সমীক্ষার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল আসনে জিতে প্রত্যাবর্তন করবে এনডিএ-ই। কিন্তু মোদির ‘৪০০ পার’-এর দাবি পূরণ হবে না বলেই দাবি। সমীক্ষায় বলা হয়েছে, ৩৬৬ আসনে জিতবে এনডিএ। রাজ্যগুলির ফলাফলের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে বিপুল আসন জিতবে এনডিএ। কিন্তু বাংলায় তাদের ফলাফলের বিশেষ উন্নতি হবে না। বড়জোর এ রাজ্য থেকে তাদের একটি আসন বেড়ে ১৯ হতে পারে। তৃণমূল গতবারের থেকে কিছুটা ভালো ফল করবে। তারা জিততে পারে২৩টি আসনে। গতবার এই সংখ্যা ছিল ২২। বামেরা ফিরবে শূন্য হাতেই। কংগ্রেসেরও একই হাল হতে চলেছে।

আরও পড়ুন- লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন? প্রস্তুতি শুরু কমিশনের

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version