অ্যাঞ্জিয়োপ্লাস্টির খবর ভুয়ো! সত্যি জানালেন অমিতাভ

0
3

সকালে যিনি হাসপাতালে বিকেলে তিনিই খেলার মাঠে। তাহলে ঠিক কী হয়েছে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। বাড়ছিল ধোঁয়াশা। এবার সবটা পরিস্কার করলেন স্বয়ং মেগাস্টার। জানালেন তাঁর অসুস্থতার খবর ভুয়ো। দিব্যি সুস্থ রয়েছেন তিনি।

শুক্রবার সকালে সব সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ। কিছুক্ষণ পরে খবর মেলে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে বর্ষীয়ান অভিনেতার। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ার ঘণ্টাখানেকের মধ্যেই ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে ১৫ মার্চ ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) ফাইনাল ম্যাচ দেখতে যান অভিনেতা। সাদা হুডি ও ট্র্যাক প্যান্ট পরে খেলা দেখতে আসেন অভিনেতা। ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন। আবার মাস্টারব্লাস্টারের সঙ্গে খোশমেজাজে আড্ডাও দিয়েছেন। এরপরই অভিনেতা জানান, তাঁর কিছু হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। ফলে স্বস্তিতে অনুরাগীরা।