আনন্দপুরের জলাশয় থেকে মহিলার রহস্যজনক দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ফের শহর কলকাতায় (Kolkata) মহিলার (Women) দেহ উদ্ধারের (Body Rescue) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, শনিবার সকালে আনন্দপুরের (Anandapur) ফর্টিস হাসপাতালের কাছে এক ঝিলে মহিলার দেহ ভেসে ওঠে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সকাল সকাল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে ওই মাঝবয়সী মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আনন্দপুর থানার পুলিশ (Anandapur Police)। তবে মহিলা আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ঝিলের মধ্যে রহস্যজনকভাবে ওই মহিলার দেহ ভেসে থাকতে দেখা যায়। আর তা নজরে আসতেই স্থানীয়দের মধ্যে রীতিমতো হইচই পড়ে যায়। ওই মহিলা এলাকার নয় বলেই জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু কীভাবে ওই মাঝবয়সী মহিলা সেখানে এলেন? বা তাঁকে কেউ খুন করে ওই ঝিলে ফেলে দিয়ে গিয়েছে কী না তা নিয়ে সন্দিহান এলাকাবাসীরা। এদিকে বিষয়টি নজরে আসতেই থানায় ফোন করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় আনন্দপুর থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই মহিলাকে ঝিলে খুন করে ফেলে দিয়ে গিয়েছে। মহিলার গলায় দড়ির আঘাত স্পষ্ট বলেই জানিয়েছে পুলিশ। তবে ময়নাতদন্তের পরই আসল ঘটনা জানা যাবে বলে জানানো হয়েছে।