Thursday, August 21, 2025

ফের শহর কলকাতায় (Kolkata) মহিলার (Women) দেহ উদ্ধারের (Body Rescue) ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, শনিবার সকালে আনন্দপুরের (Anandapur) ফর্টিস হাসপাতালের কাছে এক ঝিলে মহিলার দেহ ভেসে ওঠে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে সকাল সকাল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তবে ওই মাঝবয়সী মহিলার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আনন্দপুর থানার পুলিশ (Anandapur Police)। তবে মহিলা আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ঝিলের মধ্যে রহস্যজনকভাবে ওই মহিলার দেহ ভেসে থাকতে দেখা যায়। আর তা নজরে আসতেই স্থানীয়দের মধ্যে রীতিমতো হইচই পড়ে যায়। ওই মহিলা এলাকার নয় বলেই জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু কীভাবে ওই মাঝবয়সী মহিলা সেখানে এলেন? বা তাঁকে কেউ খুন করে ওই ঝিলে ফেলে দিয়ে গিয়েছে কী না তা নিয়ে সন্দিহান এলাকাবাসীরা। এদিকে বিষয়টি নজরে আসতেই থানায় ফোন করেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় আনন্দপুর থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, কেউ বা কারা ওই মহিলাকে ঝিলে খুন করে ফেলে দিয়ে গিয়েছে। মহিলার গলায় দড়ির আঘাত স্পষ্ট বলেই জানিয়েছে পুলিশ। তবে ময়নাতদন্তের পরই আসল ঘটনা জানা যাবে বলে জানানো হয়েছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version