Tuesday, November 11, 2025

লোকসভা নির্বাচনের (Loksabha Election Schedule) নির্ঘণ্ট প্রকাশিত হল। সাতদফায় ভোটের ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Chief Election Commissioner)। ভোটার লিস্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করে জানানো হয়েছে যে এবছর মহিলা ভোটারের (Female Voter)সংখ্যা বেড়েছে। মোট ভোটার ৯৬. ৮ কোটি। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৯.৭ কোটি এবং মহিলা ভোটারের সংখ্যা ৪৭.১ কোটি। ৮৫ ঊর্ধ্ব ভোটারের সংখ্যা প্রায় ৮২ লক্ষ। তবে সবথেকে চমক দেওয়ার বিষয় হল এবছর শতায়ু পার ভোটারের সংখ্যা প্রায় ২.১৮ লক্ষ। ৮০ বছরের বেশি বয়সীদের নিজের বাড়িতেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে কমিশনার এদিন জানান যে সমীক্ষায় দেখা গেছে বয়স্কদের মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের প্রবণতা বেশি।

নির্বাচন কমিশনা এদিন যে তালিকা প্রকাশ করেছে সেখানে দেখা গেছে ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন প্রায় ৪৮ হাজার। ১.৮ কোটি ভোটার প্রথমবার ভোট দেবেন। বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ৮৮.৪ লক্ষ। ২০ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১৯.৭৪ কোটি। বাংলায় ৪ লক্ষেরও বেশি ভোটার বেড়েছে। পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫৮ লক্ষ ৩৭ হাজার ৭৭৮ জন। যার মধ্যে নতুন ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৩৩ হাজার ৯৩৬ জন। এছাড়াও ১৮ থেকে ১৯ বছরের ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজার ৯২৩ জন। নতুন ভোটারের মধ্যে ৫ লক্ষ ৬৩ হাজার ৫২১ জন পুরুষ, ৫লক্ষ ৭০হাজার ৩৪১ জন মহিলা ও ৭৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার। পাশাপাশি এই মুহূর্তে রাজ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৫ লক্ষ ৩০ হাজার ৯৮১ জন, মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষ ৪ হাজার ৯৬০জন ও তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৮৩৭জন।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version