Thursday, August 21, 2025

‘টি-২০ বিশ্বকাপে দলে কোহলিকে চাই’, বিরাটকে নিয়ে জয় শাহকে ফোন রোহিতের : সূত্র

Date:

এবার বিরাট কোহলিকে নিয়ে বিসিসিআই কর্তাদের সঙ্গে সংঘাতে জড়ালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সামনেই টি-২০ বিশ্বকাপ। আর সূত্রের খবর , টি-২০ বিশ্বকাপে বিরাটকে দলে ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এতেই নাকি ঘোর আপত্তি রোহিত শর্মার। তিনি জানিয়ে দিয়েছেন টি-২০ বিশ্বকাপে বিরাটকে চান রোহিত। এমনটাই জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের।

জানা যাচ্ছে, বিরাটকে নিয়ে বোর্ড সচিব জয় শাহ রোহিতের কাছে জানতে চান। আর তখনই রোহিত জানিয়ে দেন দলে বিরাটকে চাই। এই নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বোর্ড সচিবকে বলেছেন, ‘‘কোহলিকে আমার চাই-ই। কোহলি টি-২০ বিশ্বকাপ খেলবে। এটা দল নির্বাচনের যথেষ্ট আগে সরকারি ভাবে ঘোষণা করে দিতে হবে।’’ বোর্ড সচিবের সঙ্গে রোহিতের কথাবার্তার বিষয়টি প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। শুধু তাই নয়, বোর্ড সচিবের সমালোচনা করে কীর্তি আজাদ। তিনি এই নিয়ে লিখেছেন, ‘‘জয় শাহ কেন মাথা ঘামাচ্ছেন? উনি তো নির্বাচক নন। এই দায়িত্বটা অজিত আগারকরকেই দেওয়া উচিত। অন্য নির্বাচকদের সঙ্গে আগারকর আলোচনা করুক। তাদের আগারকর বোঝাক, টি-২০ দলে কোহলিকে প্রয়োজন নেই! কর্তাদের কখনও দল নির্বাচনী প্রক্রিয়ার অংশ হওয়া উচিত নয়।“কীর্তি আজাদ আরও দাবি করেন, আগারকরকে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল কোহলিকে নিয়ে অন্য নির্বাচকদের রাজি করাতে। কিন্তু কোহলিকে বাদ দিয়ে টি-২০ বিশ্বকাপের দল গঠনের বিষয়টি মেনে নিতে পারেননি আগারকর।

সূত্রের খবর, বোর্ড কর্তাদের একাংশের যুক্তি, ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেটে ২০ ওভারের ক্রিকেটে কোহলির পক্ষে মানিয়ে নেওয়া অসুবিধার হতে পারে। ব্যাটে ভাল ভাবে বল আসবে, এমন পিচে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন কোহলি। তাঁদের আরও বক্তব্য, ক্রিকেটের ছোট ফর্ম্যাটে কোহলি দলের চাহিদা পূরণ করতে পারছেন না। মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে তাঁর। কোহলিকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান নির্বাচক অজিত আগারকরকে। আইপিএলে কোহলির পারফরম্যান্স দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান বোর্ড কর্তারা।কোহলির জায়গায় তরুণদের সুযোগ দিতে চান তারা।

আরও পড়ুন- প্রতিক্ষার অবসান, কেকেআরে যোগ দিলেন শ্রেয়স

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version