Monday, August 25, 2025

জুনের বিরুদ্ধে মহিলা মুখ! মেদনীপুরে দিলীপের পরিবর্তে ভারতী ঘোষকে চাইছেন সুকান্ত-শুভেন্দু

Date:

লোকসভা ভোট ঘোষণার অনেক আগেই রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কিন্তু ভোট ঘোষণার তিনদিন পেরিয়ে গেলেও বাকি ২২টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। বাকি আসনগুলির জন্য ইতিমধ্যেই বঙ্গ বিজেপির সঙ্গে দু’দফায় কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক হয়েছে। প্রথমটি হয়েছে অশোকা রোডে বিজেপির পুরনো পার্টি অফিসে। সেখানে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষের সঙ্গে বৈঠক করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন বাংলার ভারপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, বঙ্গ বিজেপির দুই সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং সতীশ ধন্দও। মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। বাংলায় আদৌ কতগুলো আসনে জিততে পারবে বিজেপি, তার সমীকরণ মিলিয়েছেন সন্তোষ। রিপোর্ট দিয়েছেন বনসল।

দ্বিতীয় ধাপে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে মিটিং হয়েছে ওই চার নেতার। গত ৪ মার্চ দিল্লি এসে একপ্রস্থ তালিকা দিয়ে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেই তালিকা ধরেও বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, মেদিনীপুরে দিলীপ ঘোষকে টিকিট দেওয়া নিয়ে জোর চর্চা হয়েছে।

জানা গিয়েছে, দিলীপ ঘোষকে আর তাঁর পুরনো কেন্দ্রে দাঁড় করাতে চান সুকান্ত-শুভেন্দুরা। ওই আসনে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের নাম নিয়ে জল্পনা চলছে। ভারতী কর্ম জীবনের অনেকটা সময় মেদনীপুরে ছিলেন। গতবার ঘাটালে বিজেপির প্রার্থী ছিলেন। বিধানসভায় ডেবরা থেকে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি। এবার মেদনীপুর থেকে ভারতীকে টিকিট দিতে চায় দল। তার আরেকটি কারণ, এই কেন্দ্রে তৃণমূল অভিনেত্রী-বিধায়ক জুন মালিয়াকে প্রার্থী করেছে। জুনের বিরুদ্ধে মহিলা মুখ চাইছেন সুকান্ত-শুভেন্দু।

যদিও দিলীপ ঘোষ নিজে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি মেদিনীপুর থেকেই ভোটে লড়বেন। পার্টি তাঁর নিজের কেন্দ্রেই ফের টিকিট দেবে।

আরও পড়ুন- অফিসে বসে নয়, এলাকায় ঘুরে কাজ করতে হবে! কড়া নির্দেশ পুরসভার

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version