উদ্বেগ বাড়াচ্ছে গার্ডেনরিচ! বৃষ্টিকে উপেক্ষা করে বুধবার সকাল থেকেই ফের শুরু উদ্ধারকাজ

মঙ্গলবার রাতভর বৃষ্টির পর বুধবার সকাল থেকেই গার্ডেনরিচে (Gardenreach) জোরকদমে শুরু উদ্ধারকাজ (Rescue Operation)। ধ্বংসস্তূপ সরিয়ে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছেন কলকাতা পুরসভা (KMC) এবং এনডিআরএফ (NDRF) বিভাগের কর্মীরা। এদিকে মঙ্গলবার রাতেই ধ্বংসস্তূপের তলা থেকে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হয় বলে খবর। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, মৃতের নাম মহম্মদ জামাল (৪০)। তবে এখনও পর্যন্ত গার্ডেনরিচকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। এদিকে ধ্বংসস্তূপের এখনও কেউ আটকে আছেন কী না তা জানতে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

তবে মঙ্গলবার রাতভর বৃষ্টির কারণে বুধবার সকালে উদ্ধারকাজ শুরু হতে কিছুটা সময় লেগে যায়। এদিকে দুর্ঘটনার পর দু’দিন কেটে গেলেও ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনও শেষ হয়নি। মূলত বৃষ্টির কারণে বারবার থমকে যাচ্ছে উদ্ধারকাজ। তবে মেয়র ফিরহাদ হাকিম স্পষ্টই জানিয়েছেন, বেআইনি নির্মাণ একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আর সেকারণেই তিনি তা দূর করতে পারছেন না। তবে হাল ছাড়বেন না বলেও পরিষ্কার জানিয়েছেন ফিরহাদ। পাশাপাশি, স্থানীয় কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে দুর্ঘটনার সমস্ত দায় পুরসভার বিল্ডিং বিভাগের দিকেই ঠেলে দিয়েছেন তিনি। এদিকে মঙ্গলবার গার্ডেনরিচকাণ্ডে মহম্মদ সরফরাজ পাপ্পুকে গ্রেফতার করে পুলিশ।

Previous articleBreakfast news : ব্রেকফাস্ট নিউজ
Next article“তৃণমূলে ছিলাম, আছি, থাকবো! চক্রান্তকারীদের মুখোশ খুলে যাবে”, কড়া বার্তা মলয় ঘটকের