Thursday, August 21, 2025

নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত, বৃষ্টি ভেজা রাতে শহরে এলেন আত্মবিশ্বাসী ইউসুফ

Date:

ক্রিকেটের ময়দান থেকে সোজাসুজি রাজনীতির পিচে লড়াই করতে নামছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)। প্রতিপক্ষ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। লোকসভা নির্বাচনে (Loksabha Election) তৃণমূলের টিকিট পাবার পর বৃহস্পতিবার থেকেই ভোট প্রচারে নামছেন কলকাতা নাইট রাইডার্স-এর (KKR) প্রাক্তন তারকা প্লেয়ার। বৃষ্টি ভেজা বুধের রাতে শহরে এলেন ইউসুফ। দুর্যোগের জেরে তাঁর বিমান নির্ধারিত সময় থেকে অনেকটা দেরিতেই ল্যান্ড করে কলকাতায়। প্রথমে এয়ারপোর্ট, তারপর শহরের এক পাঁচ তারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউসুফ (Yusuf Pathan) জানান, KKR এর হয়ে খেলার সময় থেকেই কলকাতা তাঁর দ্বিতীয় বাড়ি। ভোট শেষ পাওয়া পর্যন্ত এখানেই থাকবেন তিনি।

রাজনীতির ময়দানে নবাগত ইউসুফ পাঠান লোকসভা ভোটে সাফল্যের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে রীতিমতো চমক দিয়ে ইউসুফের নাম ঘোষণা করে তৃণমূল। তবে ঠিক কবে থেকে প্রচারে নামবেন তিনি, তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। এদিন পাঁচতারা হোটেলের লবিতে দাঁড়িয়ে ইউসুফ বলেন, শ্রীলংকা সফর সেরে এই মুহূর্তে পুরোপুরি ভোটের কাজে নিজেকে মেলে ধরতে চান। খেলার মাঠেও লড়াই হতো রাজনীতির ময়দানেও লড়াই হবে। তৃণমূল সূত্রে খবর বৃহস্পতিবার সকালেই কলকাতা থেকে নিজের কেন্দ্রে রওনা দেবেন ইউসুফ। জেলা নেতৃত্বের সঙ্গে পরিচয় পর্ব ও বৈঠকের পরই নেমে পড়বেন প্রচারে। কর্মসূচি রয়েছে তাঁর। বহরমপুরে সাংগঠনিক জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারের নেতত্বে বৈঠক করবেন ইউসুফ পাঠান। সেখানেই দলের কাজ বুঝে নেবেন তারকা প্রার্থী। এই বৈঠকেই ঠিক হবে প্রচারের রণকৌশল।

আরও পড়ুন- দিনহাটায় শান্তি ফিরিয়ে আনার বার্তা, আহতদের সঙ্গে সাক্ষাতে রাজ্যপাল

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version