Sunday, November 9, 2025

ভোটে কালো টাকার ব্যবহার রুখতে কড়া পদক্ষেপ কমিশনের! আসছে নতুন অ্যাপ

Date:

লোকসভা ভোটে যাতে কোনও রাজনৈতিক দল বা প্রার্থী কালো টাকার ব্যবহার করতে না পারে সেদিকে বিশেষ নজর দিতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সময় ধরপাকড় বেশি হয়, তাই নানা কৌশলে কালো টাকা পাচার করা হয়। এবার কালো টাকার ব্যবহার রাখতে নয়া অ্যাপের সাহায্য নিচ্ছে কমিশন। ESMS বা Election Seizure Management System নামক এই অ্যাপ থাকছে কমিশনের কাছে। ভোটের সময় ব্যাংক থেকে এক লক্ষের বেশি টাকা তোলা হলে এই অ্যাপে উঠে যাবে সেই তথ্য।

সাধারণত এটিএম মেশিন রিফিল করতে অনেক বেশি টাকা তোলা হয়। তাই সেখানে থাকবে কিউ আর কোড। এটিএম মেশিনে টাকা ঢোকাতে যে গাড়ি যায় সেগুলিকে এতদিন নাকা চেকিং এর বাইরেই রাখা হত। ওইসব গাড়িতে কালো টাকার লেন দেন হলে সেগুলি ধরা সম্ভব ছিল না। এই নয়া পদ্ধতিতে এটিএমে-এর টাকার হিসেব থাকবে কমিশনের হাতে।

কালো টাকা রুখতে যে ব্যবস্থা নিচ্ছে কমিশন–

(১) নয়া অ্যাপের নাম ESMS election seizure management system

(২) এক লাখের বেশি টাকা উঠলেই ওই অ্যাপে দেওয়া থাকবে তথ্য।

(৩) কমিশন, ইডি, আয়কর দফতর সহ ২২টি এজেন্সি ওই তথ্য অ্যাপ-এর মাধ্যমে পেয়ে যাবে।

(৪) প্রতি ব্যাংকে একটি কিউ আর কোড চালু করেছে কমিশন। টাকা নিয়ে যাচ্ছে এমন গাড়িগুলিতে থাকবে বিশেষ কোড।

(৫) নাকা চেকিং চলাকালীন ওই কোড মিলিয়ে দেখবেন পুলিশের সংশ্লিষ্ট আধিকারিকরা। এতে স্পষ্ট হবে কত টাকা আছে ওই গাড়িতে।

(৬) কোডের সঙ্গে টাকার পরিমান না মিললে টাকা গন্য হবে কালো টাকা হিসেবে।

এই নির্দেশিকার পর ভোটে কালো টাকার ব্যবহার অনেকটাই রোখা যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- নির্বাচন কমিশনারদের নিয়োগে স্থগিতাদেশ নয়: সুপ্রিম কোর্ট

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version