Sunday, November 9, 2025

গার্ডেনরিচে উদ্ধার ধ্বংসস্তূপে চাপা পড়া ‘শেরু চাচা’র দেহ, শোকের ছায়া পরিবারে

Date:

গার্ডেনরিচে (Gardenreach) ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার আরও এক দেহ! দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে ২টো ৫০ নাগাদ তল্লাশি অভিযান চালানোর সময় আরও একটি দেহ নজরে আসে উদ্ধারকারী দলের সদস্যদের (Rescue Team)। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আবদুল রউফ নিজামি (৪৫)। এলাকায় তিনি পরিচিত ছিলেন শেরু চাচা নামেই। রাতেই তাঁর দেহ উদ্ধারের পর এসএসকেএম হাসপাতালে (SSKM) নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর ছেলেরা দেহ শনাক্ত করেন। গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার কারণে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর থেকে এতদিন যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে।

স্থানীয় সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচ থেকেই শেরু ফোনে স্থানীয় কয়েকজনকে জানিয়েছিলেন, তিনি বেঁচে আছেন। তাঁর সঙ্গে আরও কয়েক জন আটকে পড়ার কথা জানিয়ে তড়িঘড়ি তাঁদের বাইরে বের করার কথা জানান। এরপরেই ফোন বন্ধ হয়ে যায় তাঁর। অন্যদিকে, বৃহস্পতিবারই পুলিশের তরফে জানানো হয়েছিল উদ্ধারকাজ একেবারে শেষের পথে। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলবে। সেই ধ্বংসস্তূপ সরাতে গিয়েই শুক্রবার ভোরে আরও একটি দেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শেরু ওই বহুতলটিতে বিদ্যুতের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিদিন রাতেই ওই নির্মীয়মাণ বহুতলের কাছে যেতেন তিনি। আড্ডা দিতেন। পরে আবার বাড়ি ফিরে আসতেন। রবিবার রাতেও ওই নির্মীয়মাণ বহুতলের কাছে গিয়েছিলেন শেরু। আর তারপরই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। শেরুর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, ছেলে এবং চার মেয়ে।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version