Friday, November 7, 2025

তদন্ত নিয়ে প্রশ্ন! ২ দিন পেরলেও স্বরূপের বাড়িতে তল্লাশি আয়কর দফতরের

Date:

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই মোদি সরকারের (Modi Govt) অঙ্গুলিহেলনে ময়দানে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একেবারে সিআরপিএফ জওয়ানদের (CRPF) সঙ্গে নিয়ে বিগত কয়েকদিন ধরে অতিসক্রিয় ইডি। পাশাপাশি বাংলার নেতা, মন্ত্রীদের উপর মিথ্যা চাপ বাড়াতে নির্বাচনের (Loksabha Election) মুখে শহরে তল্লাশি অভিযান শুরু করেছে আয়কর দফতরও (Income Tax Department)। এদিকে বৃহস্পতিবারই নিজেদের সব সীমা অতিক্রম করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে(Aravind Kejriwal) গ্রেফতার করে চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। তবে শুধু কলকাতা বা দিল্লিই নয় বিরোধী শাসিত রাজ্যগুলির নেতা মন্ত্রীদের স্রেফ হেনস্থার লক্ষ্যে বেছেবেছে নির্বাচনের মুখে গাজোয়ারি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে দীর্ঘ ৫১ ঘণ্টা পেরিয়ে গেলেও শুক্রবারও স্বরূপ বিশ্বাসের(Swarup Biswas) কলকাতার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা। বুধবার কাকভোর ৬টা থেকে শুরু হয় আয়কর দফতরের এই তল্লাশি অভিযান। কেন্দ্রীয় তদন্তকারীদের অভিযোগ, আয়কর ফাঁকি এবং আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। সেই অভিযোগেই এই তল্লাশি অভিযান। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও কিছুই তথ্যপ্রমাণ সামনে আনতে পারেননি তদন্তকারীরা। তবে কেন্দ্রের এই গাজোয়ারির বিরুদ্ধে সরব বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, প্রতিবছর ভোট আসলেই এই তৎপরতা চোখে পড়ে। এসব তদন্তের নামে প্রহসন ছাড়া কিছুই নয়। নির্বাচনের দিন ঘোষণা হতেই বিরোধীদের হেনস্থা করার রীতি মোদি সরকারের অনেক আগে থেকেই। তবে এসব করে লাভের লাভ কিছুই হবে না। বিজেপির আসল চেহারা মানুষ জানে।

গত বুধবার কলকাতার ৬ জায়গায় হানা দেয় আয়কর দফতর। তালিকায় ছিল স্বরূপ বিশ্বাসের বাড়িরও। পাশাপাশি রানা সরকার নামে শহরের এক নির্মাণ ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন আইটি আধিকারিকরা।

 

 

Related articles

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...
Exit mobile version