Thursday, November 13, 2025

লোকসভা ভোটের আগে ফের ইস্তফা IPS অফিসারের! রাজনীতিতে যোগ নিয়ে জোর জল্পনা

Date:

লোকসভা ভোটের আগে জল্পনা উস্কে ফের এক আইপিএসের পদত্যাগ। এবার পদত্যাগ করলেন দেবাশিস ধর (Debashish Dhar)। বৃহস্পতিবারই মুখ্যসচিব বিপি গোপালিকার (BP Gopalika) কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। তাহলে কি তিনিও রাজনীতির মঞ্চে যোগ দিচ্ছেন? প্রার্থী হচ্ছেন লোকসভা ভোটে? এইসব প্রশ্নের কোনও সদুত্তর দেননি দেবাশিস। শুধু জানিয়েছেন, জনসেবা করতে চান। তাহলে আইপিএস হিসেবে এতদিন কী করছিলেন? উঠছে প্রশ্ন।

২০২১সালের বিধানসভা নির্বাচনের সময় ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে একটি বুথে গুলি চলার ঘটনা ঘটে। সিআইএসএফ-এর গুলিতে মৃত্যু হয় ৪ যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। এরপরই তাঁকে সাসপেন্ড করা হয়। বর্তমানে তিনি রাজ্য পুলিশের কম্পালসারি ওয়েটিং-এ ছিলেন। লোকসভা নির্বাচনের আগে এবার মুখ্যসচিবকে ইস্তফাপত্র পাঠালেন ২০১০ সালের ব্যাচের এই আইপিএস অফিসার। ভোটের মুখে তাঁর ইস্তফা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। এর আগে লোকসভা নির্বাচনের মুখে সম্প্রতি রাজ্যের আরও এক আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় পদে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতির মঞ্চে পদার্পণ করেন। চলতি লোকসভা নির্বাচনে মালদহ উত্তর থেকে তৃণমূলের প্রার্থী প্রসূন।

এবার আরও এক আইপিএসের পতগ্যাগ ঘিরে জল্পনা বঙ্গ রাজনীতিতে। সূত্রের খবর, দেবাশিস বিজেপির প্রার্থী হতে পারেন। তবে বিজেপির তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এবার প্রাক্তন এই আইপিএস কোন দলে যোগ দেন তাই নিয়েই জল্পনা রাজ্য রাজনীতিতে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version