Saturday, November 8, 2025

লোকসভা ভোটের আগে বাড়ল অস্বস্তি! কে কবিতার জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট

Date:

বিগত সপ্তাহেই আবগারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate) গ্রেফতার (Arrest) করেছিল বিআরএস (BRS) নেত্রী কে কবিতাকে (K Kavita)। সেই গ্রেফতারিকেই চ্যালেঞ্জ করে শেষমেশ দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে শুক্রবার বিআরএস নেত্রীর জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, আবেদনকারীকে নিয়ম মেনেই চলতে হবে। নিম্ন আদালত থেকেই তাঁকে জামিনের বিষয়টি নিয়ে আবেদন করতে হবে। আর শীর্ষ আদালতের রায়ে লোকসভা ভোটের মুখে বেশ চাপে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে।

শুক্রবার কবিতার আবেদন গ্রহণ না করে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছে, তিনি একজন রাজনৈতিক নেত্রী বলে এভাবে সরাসরি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানাতে পারেন না। কবিতাকে অবশ্যই আইন মেনে চলতে হবে। পাশাপাশি এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, জামিনের আবেদন নিয়ে তিনি যেন নিম্ন আদালতে যান। আবগারি মামলায় গত ১৫ মার্চ কবিতার হায়দরাবাদের বাড়িতে জানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই দীর্ঘক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেফতার করা হয় বিআরএস নেত্রী কবিতাকে। ইডির দাবি, মণীশ সিসোদিয়ার ঘনিষ্ঠ অমিত আরোরাকে গ্রেফতারের পরই এই মামলায় কবিতার যোগসূত্র সামনে আসে। আর তারপরই কবিতাকে গ্রেফতার করা হয়। এদিকে একই মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই অশান্ত দিল্লি।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version