Sunday, November 9, 2025

লোকসভা ভোটের আগে বাড়ল অস্বস্তি! কে কবিতার জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট

Date:

বিগত সপ্তাহেই আবগারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate) গ্রেফতার (Arrest) করেছিল বিআরএস (BRS) নেত্রী কে কবিতাকে (K Kavita)। সেই গ্রেফতারিকেই চ্যালেঞ্জ করে শেষমেশ দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে শুক্রবার বিআরএস নেত্রীর জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, আবেদনকারীকে নিয়ম মেনেই চলতে হবে। নিম্ন আদালত থেকেই তাঁকে জামিনের বিষয়টি নিয়ে আবেদন করতে হবে। আর শীর্ষ আদালতের রায়ে লোকসভা ভোটের মুখে বেশ চাপে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে।

শুক্রবার কবিতার আবেদন গ্রহণ না করে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছে, তিনি একজন রাজনৈতিক নেত্রী বলে এভাবে সরাসরি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানাতে পারেন না। কবিতাকে অবশ্যই আইন মেনে চলতে হবে। পাশাপাশি এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, জামিনের আবেদন নিয়ে তিনি যেন নিম্ন আদালতে যান। আবগারি মামলায় গত ১৫ মার্চ কবিতার হায়দরাবাদের বাড়িতে জানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই দীর্ঘক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেফতার করা হয় বিআরএস নেত্রী কবিতাকে। ইডির দাবি, মণীশ সিসোদিয়ার ঘনিষ্ঠ অমিত আরোরাকে গ্রেফতারের পরই এই মামলায় কবিতার যোগসূত্র সামনে আসে। আর তারপরই কবিতাকে গ্রেফতার করা হয়। এদিকে একই মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই অশান্ত দিল্লি।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version