Tuesday, August 26, 2025

বৃহস্পতিবারের পর শুক্রেও সকাল থেকে কলকাতায় ‘তৎপর’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। লোকসভা ভোটের (Loksabha Election) দিনক্ষণ ঘোষণা হতেই বিরোধী শাসিত রাজ্যগুলিতে হানা দিয়ে একের পর এক নেতা, মন্ত্রীকে হেনস্থার ছবি সামনে আসছে। বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Aravind Kejriwal) গ্রেফতার করে রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন সামনে এনেছে কেন্দ্রের মোদি সরকার (Modi Govt)। এদিন সকাল থেকেই একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার Kolkata) বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চেতলা, লেকটাউন-সহ এদিন মোট তিন জায়গায় তল্লাশি অভিযান চলছে। চেতলায় এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিয়েছে বলে জানা গিয়েছে।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, নিয়োগ মামলার তদন্তে শুক্রবারই এই তল্লাশি অভিযান। তবে শুধু কলকাতাই নয়, কলকাতা ছাড়াও রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চলছে বলে সূত্রের খবর। মূলত নিয়োগ মামলার তদন্তে যে টাকা তছরুপের অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতেই নথি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। বৃহস্পতিবার সকালেও একাধিক দলে বিভক্ত হয়ে অভিযানে নেমেছিলেন ইডি আধিকারিকেরা। বালিগঞ্জ, পার্ক স্ট্রিট-সহ শহরের একাধিক জায়গায় চলে তল্লাশি অভিযান।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version