Saturday, August 23, 2025

‘নন-ক্যাডার’ ৪ জেলাশাসককে বদলি, কমিশনে ক্ষোভ প্রকাশ রাজ্যের আধিকারিকদের

Date:

পক্ষপাতের অভিযোগে শুধুই রাজ্যের ডব্লুবিসিএস (WBCS) আধিকারিকদের বদলির প্রতিবাদে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানালো রাজ্যের ডব্লুবিসিএস আধিকারিকদের সংগঠন। ২০২৪ লোকসভা নির্বাচনে নির্বাচকের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের (level playing field) যে বার্তা ও পন্থা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, তার জন্য রাজ্যের আধিকারিকদের তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া বৈষম্যমূলক (discriminatory) আচরণ বলে অভিযোগ করা হয়। পাশাপাশি এভাবে ডব্লুবিসিএস আধিকারিকদের সরিয়ে দেওয়ায় নির্বাচনের প্রতিনিধিত্বমূলক আইন (Representation Act) লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি রাজ্যের আধিকারিকদের।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে নির্দেশ দেওয়া হয় ডব্লুবিসিএস পদমর্যাদায় থাকা চার জেলার – বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জেলাশাসককে বদলির নির্দেশ দেওয়া হয়। পরিবর্তে নতুন নাম চাওয়া হয় রাজ্যের কাছে। এরই প্রেক্ষিতে ডব্লুবিসিএস (এক্সেকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশন (WBCSOA) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে লিখিত অভিযোগ জানায়। তাঁদের দাবি এতদিন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় মূল দায়িত্বভার সামলানোর কাজ করেছেন ডব্লুবিসিএস আধিকারিকরা। পরিসংখ্যান দিয়ে সেই তথ্য তুলে ধরা হয়।

নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরে কমিশন একাধিক পদে রদবদল শুরু করেছে। তবে জেলাশাসকদের এই অপসারণের নির্দেশ রাজ্যের আধিকারিকদের অনুভূতি ও মনোবলে আঘাত করেছে বলে দাবি আধিকারিকদের।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version