Wednesday, May 21, 2025

‘নন-ক্যাডার’ ৪ জেলাশাসককে বদলি, কমিশনে ক্ষোভ প্রকাশ রাজ্যের আধিকারিকদের

Date:

পক্ষপাতের অভিযোগে শুধুই রাজ্যের ডব্লুবিসিএস (WBCS) আধিকারিকদের বদলির প্রতিবাদে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানালো রাজ্যের ডব্লুবিসিএস আধিকারিকদের সংগঠন। ২০২৪ লোকসভা নির্বাচনে নির্বাচকের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের (level playing field) যে বার্তা ও পন্থা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, তার জন্য রাজ্যের আধিকারিকদের তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া বৈষম্যমূলক (discriminatory) আচরণ বলে অভিযোগ করা হয়। পাশাপাশি এভাবে ডব্লুবিসিএস আধিকারিকদের সরিয়ে দেওয়ায় নির্বাচনের প্রতিনিধিত্বমূলক আইন (Representation Act) লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি রাজ্যের আধিকারিকদের।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে নির্দেশ দেওয়া হয় ডব্লুবিসিএস পদমর্যাদায় থাকা চার জেলার – বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, জেলাশাসককে বদলির নির্দেশ দেওয়া হয়। পরিবর্তে নতুন নাম চাওয়া হয় রাজ্যের কাছে। এরই প্রেক্ষিতে ডব্লুবিসিএস (এক্সেকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশন (WBCSOA) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে লিখিত অভিযোগ জানায়। তাঁদের দাবি এতদিন পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়ায় মূল দায়িত্বভার সামলানোর কাজ করেছেন ডব্লুবিসিএস আধিকারিকরা। পরিসংখ্যান দিয়ে সেই তথ্য তুলে ধরা হয়।

নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরে কমিশন একাধিক পদে রদবদল শুরু করেছে। তবে জেলাশাসকদের এই অপসারণের নির্দেশ রাজ্যের আধিকারিকদের অনুভূতি ও মনোবলে আঘাত করেছে বলে দাবি আধিকারিকদের।

Related articles

উত্তরের জেলা নিয়ে আজ রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের জন্য ঢালাও প্রকল্প ঘোষণার পর আজ উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

বাতিল জিনিসপত্রে ভবিষ্যৎ বিজ্ঞানের খোঁজ, ‘হুলুস্থুল’ কাণ্ড অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে!

অংশুমান চক্রবর্তীনাটক (Theatre) বলে জীবনের কথা। আবার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিছু কল্পনার সমাহারে বিন্যাস হয় নাট্য ভাবনার। বার্তা...

যোগী রাজ্যে ফের ধর্ষণ, ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার মহিলার অর্ধনগ্ন দেহ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে ফের নারী হেনস্থা। উত্তরপ্রদেশের আল্লাপুর (Allapur, UP) এলাকায় ভুট্টার ক্ষেত্রীকে মহিলার অর্ধনগ্ন দেহ...

বুধে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, উত্তরবঙ্গ উন্নয়নে জোর রাজ্যের

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে উত্তরকন্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশগ্রহণ করবেন।...
Exit mobile version