Saturday, August 23, 2025

“লোহার তৈরি, কোনও জেল পরিষেবা আটকাতে পারবে না”! কেজরির বার্তা শোনালেন স্ত্রী

Date:

লোকসভা ভোটের মুখে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। যা নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। বিজেপি বিরোধীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন কাজ করছে বিজেপি। এদিকে কেজরির ৭দিন ইডি হেফাজত হয়েছে।

তবে দমে থাকার পাত্র নন কেজিওয়াল। স্ত্রী সুনীতা কেজরিওয়াল মারফৎ ইডি হেফাজত থেকেই দিল্লির ও দেশের জনতা এবং আপের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন। আজ, শনিবার কেজরিওয়ালের পাঠানো বার্তা দেন সুনীতা। যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, “আমার প্রিয় দেশবাসী। গতকাল আমায় গ্রেফতার করা হয়েছে। আমি ভিতরে থাকি বা বাইরে। সর্বক্ষণ দেশের সেবা চালিয়ে যাব। আমার জীবনের প্রতিটা মুহূর্ত দেশের জন্য সমর্পিত। আজ পর্যন্ত জীবনে অনেক সংঘর্ষ করেছি। আগামিদিনেও করব। এই কারণে এই গ্রেফতারি আমায় আশ্চর্য করছে না। আমাদের দেশের মধ্যেই অনেক শক্তি রয়েছে, যারা দেশকে পিছিয়ে দিতে চায়। কিন্তু আমাদের সম্মিলিতভাবে সেই প্রচেষ্টা রুখে দিতে হবে। দিল্লির মা-বোনেরা হয়তো ভাবছেন, কেজরিওয়াল জেলে চলে গিয়েছে, এবার কী হবে। পরিষেবা পাব কিনা। তাঁদের আমি আশ্বস্ত করতে চাই, কোনও জেলের গরাদই আমাকে মানুষের সেবা করা থেকে আটকাতে পারবে না। আপনাদের ভাই-আপনাদের ছেলে, লোহার তৈরি। খুব শীঘ্রই বেরিয়ে আসবো। মন্দিরে প্রার্থনা করবেন। আর বিজেপি সদস্যদের ঘৃণা করবেন না। তাঁরাও আমাদের ভাই-বোন।”

ভিডিয়ো বার্তায় জেলবন্দি মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল আরও পড়ে শোনান তাঁর স্বামী অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন যে, “তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। পূর্বজন্মে আমি নিশ্চয়ই অনেক ভালো কাজ করেছি। তাই ভারতের মতো মহান দেশে জন্মেছি। আমাদের ভারতকে মহান, শক্তিশালী এবং বিশ্বের এক নম্বর দেশ করতে হবে। ভারতের ভেতরে ও বাইরে অনেক শক্তি রয়েছে যা ভারতকে দুর্বল করে দিচ্ছে। আমাদের সচেতন হতে হবে এবং এই শক্তিগুলোকে চিনতে হবে। এই শক্তিগুলোকে পরাজিত করতে হবে। খোদ ভারতেই এমন অনেক শক্তি আছে, অনেক মানুষ আছে, যারা দেশপ্রেমিক। ভারতকে এগিয়ে যেতে হবে, এই শক্তিগুলোকে একত্রিত করতে হবে।”

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version