Thursday, August 28, 2025

আরামবাগ থেকে হুগলি, রবিবাসরীয় জনসংযোগে বিপুল সাড়া পেলেন তৃণমূল প্রার্থীরা

Date:

ভোট প্রচারেও রোগী দেখলেন বালির চিকিৎসক-বিধায়ক রাণা চট্টোপাধ্যায়। হাওড়ার তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভোটের প্রচারে বেড়িয়েছিলেন বিশিষ্ট শিশু চিকিৎসক। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র সহ দলের আরও অনেকে। মানুষের সঙ্গে কথা বলার ফাঁকেই এক মহিলা তাঁর শিশুপুত্রকে কোলে নিয়ে বিধায়ক চিকিৎসকের কাছে এগিয়ে যান। তিনি তার শিশুটিকে ভালো করে খুঁটিয়ে পরীক্ষা করেন। মোবাইলের আলোয় গলা, নাক, কান প্রভৃতি পরীক্ষা করে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ওষুধপত্রও লিখে দেন। সেইসঙ্গে শিশুটির মাকে আশ্বস্ত করে জানান, ‘চিন্তার কিছু নেই। দু-এক দিনেই শিশুটি সুস্থ হয়ে যাবে।’

প্রচারেও বিধায়ক-চিকিৎসককে রোগীদের চিকিৎসা করতে দেখে অভিভূত এলাকার মানুষ। যদিও বিধায়ক বললেন, এটাই আমাদের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এভাবেই আমরা সবসময় মানুষের পাশে থাকি।’

শীতলা মন্দিরে পুজো দিয়ে দিনটি শুরু করেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং তারপর একটি শোভাযাত্রার নেতৃত্ব দেন। তাতে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক যোগ দেন।

রবিবাসরীয় প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাজারদরের খোঁজ নিতে পৌঁছলেন সবজি বাজারে। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ রবিবার সকালে বাজারে গিয়ে সবজির দর সম্পর্কে অবহিত হন এবং ক্রেতা ও বিক্রেতাদের সমস্যাগুলি বোঝার চেষ্টা করেন।
জননেত্রী মিতালি জনগণের সমস্যাগুলি জানতে সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ স্থাপন করেন।

এদিকে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ায় প্রচার করেন। রচনার সঙ্গে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল জেলা সভাপতি তথা ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার-সহ অন্যরা।

 

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version