Sunday, May 4, 2025

নাগরিকত্ব দিতে শর্ত ঘোষণা করে বিতর্কের মুখে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গোটা দেশে যখন নাগরিকত্ব আইন (CAA) লাগু করে নির্দিষ্ট তিন প্রতিবেশী দেশের সংখ্যালঘু মানুষকে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে তখন বাংলাদেশ থেকে আসা মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করে নতুন বিতর্ক শুরু করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma)। কেন্দ্র সরকার যেখানে অ-মুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার পথে সেখানে হিমন্তের এই ঘোষণা আশঙ্কা তৈরি করছে নাগরিকত্ব নিয়ে নতুন আইনেরও।

এবার সরাসরি কিছু শর্ত আরোপ করে অসমের বাংলাদেশ থেকে আসা বাংলাভাষি মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “ওদের দুইয়ের বেশি সন্তান গ্রহণ ও একাধিক বিবাহ (polygamy) বন্ধ করতে হবে যেহেতু এগুলো অসমীয়াদের সংস্কৃতি নয়।” পাশাপাশি তিনি বলেন, “এটাই হল ওদের সঙ্গে এই রাজ্যের আদিবাসীদের ফারাক। যদি তারা এই অভ্যাস ত্যাগ করতে পারে এবং অসমীয়াদের সংস্কৃতিকে গ্রহণ করতে পারে তাহলে কোনও এক সময়ে তাঁরা রাজ্যের আদিবাসী হয়ে উঠতে পারেন।”

২০১৯ সালে সিএএ আইন পাশের পরে অসম সরকার সেই আইন লাগু করেছিল। নাগরিকত্ব দেওয়ার পদ্ধতিতে কয়েক হাজার মানুষের নাগরিকত্ব বাদ পড়েছিল। তার মধ্যে একটা বিরাট অংশ ছিলেন বাংলাদেশ থেকে আসা বাঙালি মুসলমান। বর্তমান আইন (CAR) অনুযায়ী যেখানে বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রীষ্টানদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করছে কেন্দ্র, তখন অসমে বাংলদেশের মুসলমানদের জন্যও নাগরিকত্বের ‘আইন’ তৈরি করে ফের বিতর্কে হিমন্ত।

Related articles

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...
Exit mobile version