Friday, August 22, 2025

দিল্লিতে I.N.D.I.A. জোটের জনসভায় আমন্ত্রণ মমতাকে, ফিরে যেতে পারেন কোচবিহারে

Date:

বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মাথায় এখনও ব্যান্ডেজ হয়েছে। তবে সেই অবস্থায় কাজ করে যাচ্ছেন তিনি। সূত্রের খবর, লোকসভা ভোটের প্রচারে ৩১ মার্চ দিল্লিতে I.N.D.I.A. জোটের জনসভায় যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সব ঠিক থাকলে তিনি নিজেই যেতে পারেন দিল্লি। অথবা প্রতিনিধি হিসেবে তৃণমূলের কোনও শীর্ষ নেতৃত্বকে পাঠাবেন। আর যদি মমতা নিজেই যান, তাহলে সেখান থেকে ফিরে সোজা কোচবিহার থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দেবেন তৃণমূল সভানেত্রী।

১০ মার্চ ব্রিগেডে মেগা জনসভায় বেনজির কায়দায় লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করে তৃণমূল (TMC)। প্রার্থীদের নিয়ে মঞ্চের র‌্যাম্পে হাঁটেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। কিন্তু তার কয়েকদিন পরেই হঠাৎই বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান মমতা। সরাসরি লোকসভা নির্বাচনে প্রচার তিনি এখনও শুরু করেননি। কোচবিহার থেকেই তার রাজ্যে প্রচার শুরু হবে বলে তৃণমূল সূত্রে খবর। তার আগেই জোটের জনসভায় তিনি যোগ দিতে দিল্লি (Delhi) যেতে পারেন।

এর আগে ‘এক ভোট এক দেশ’ নিয়ে মিটিংয়ে যোগ দিতে দিল্লি যাওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই দিল্লি সফর বাতিল করেন। রাজ্য বাজেট ছিল ৮ ফেব্রুয়ারি। সেই কারণ তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, রাজ্য বাজেট পেশের আগে হাতে আর মাত্র ২ দিন। ৮ তারিখ রাজ্য বাজেট। এখন যাওয়া সম্ভব নয়। বলেন, “এমার্জেন্সি সিচুয়েশনের জন্য দিল্লি যাওয়াটা বাতিল করেছি। এক ভোট, এক দেশ কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে কয়েকবার ফোন করেছিলাম। কথা হয়েছে। বুঝিয়ে বলেছি।”

বাংলায় সিপিএমের হাত ধরায় কংগ্রেসের সঙ্গে জোট করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। একাই ৪২টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। তবে রাজ্যের বাইরে সমীকরণ আলাদা বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় আপের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। I.N.D.I.A. জোটের সব শরিকই এই ঘটনায় আপের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলেছে। তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে তাঁর দিল্লি গিয়ে জোটের জনসভায় যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version