Friday, August 22, 2025

এখনও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা! বুধ থেকে নিজের কেন্দ্রে প্রচার শুরু অভিষেকের

Date:

অনেক চিৎকার করেও এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) বিরুদ্ধে প্রার্থী দিতে পারেনি রাম-বাম কেউই। কিন্তু তাতে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তৃণমূল (TMC) প্রার্থী। ১ জুন ভোট অভিষেকের লোকসভা কেন্দ্রে। তবে বুধবার থেকেই ডায়মন্ড হারবারে প্রচার শুরু করছেন অভিষেক।

লোকসভা ভোটে তিন ঘটনার আগে থেকেই বঙ্গ রাজনীতিতে ডায়মন্ড হারবার কেন্দ্র আলোচনার শীর্ষে উঠে এসেছিল। তৃণমূল (TMC) বিরোধী সব রাজনৈতিক নেতৃত্বই সেখানে লড়তে চেয়ে হুংকার দিয়েছিলেন। কিন্তু শাসকদলের প্রার্থী তালিকা ঘোষণার ১৬ দিন পরেও কোন দলই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঠিক করে উঠতে পারেনি। বিজেপি এখনও এই কেন্দ্রে প্রার্থীই ঘোষণা করেনি। আর কংগ্রেস–সিপিএম–আইএসএফ হুঙ্কার ছাড়লেও সাহস দেখায়নি। রাজনৈতিক মহলের মতে, ডায়মন্ড হারবারকে মডেল করে তুলেছেন সাংসদ অভিষেক। যে পরিমাণ কাজ তিনি করেছেন তাতে খড়কুঠোর মতো উড়ে যাবেন যে কেউ। সুতরাং মুখে বললেও হার নিশ্চিত জেনে ময়দানে নামতে চাইছে না কেউ।

বুধবার থেকে ডায়মন্ডহারবারে নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রচার শুরু করার আগে সাতটি বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে ভোট প্রস্তুতি বৈঠকও করবেন তিনি। ২৭, ২৮ এবং ২৯ মার্চ আমতলার সাত বিধানসভার নেতৃত্বের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করবেন তৃণমূল সাংসদ। ভোটের রূপরেখক ওই বৈঠকে তৈরি হবে। ২ এপ্রিল কোচবিহার যাবেন অভিষেক। সেখান থেকে ৩ এপ্রিল বীরভূমে যাওয়ার কথা। সুতরাং ঠাসা কর্মসূচি নিয়েই গোটা এপ্রিল মাস বাংলার নানা প্রান্ত চষে বেড়াবেন অভিষেক। সারা বাংলা অপেক্ষা করছে তাঁর বক্তব্য শোনার জন্য।




Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version