Sunday, November 2, 2025

হঠাৎ তড়িৎ তোপদারের বাড়িতে দলবদলু অর্জুন সিং, জল্পনা তুঙ্গে

Date:

ব্যারাকপুরের রাজনীতিতে বর্ষীয়ান রাজনীতিক তড়িৎ তোপদারের সঙ্গে অর্জুন সিংয়ের মধুর সম্পর্কের কথা সর্বজনবিদিত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েই তড়িৎ তোপদারের বাড়িতে এসে তাঁর আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন অর্জুন। বিজেপি ছেড়ে তৃণমূল ঘুরে ফের বিজেপিতে ফেরা সেই অর্জুন সিং এবারও সেই ট্রাডিশন বজায় রাখলেন। সোমবার সন্ধ্যেতে তিনি যান নোনাচন্দন পুকুরের বর্ষীয়ান নেতার বাসভবনে।

ভোটযুদ্ধে আবারও জয়যুক্ত হওয়ার আশীর্বাদ প্রার্থনা করলেন। বললেন, ওঁর আশীর্বাদ ছাড়া বারাকপুরে কিছুই হয় না। আশীর্বাদ আমি আগেও নিতে এসেছিলাম। এবারও এলাম।
আসলে তড়িৎবরণ তোপদার মানেই বারাকপুরের দাপুটে রাজনৈতিক চরিত্র। রাজ্যে ক্ষমতার পালাবদলে সিপিএম শূন্য হলেও এই অঞ্চলে এখনও য টিকে আছে তার নাম। বয়সের ভারে রাজনীতিতে সক্রিয়তা কমেছে তড়িৎবাবুর। একমাত্র এলাকার বড় মিটিংয়ে ভাষণ দেওয়া এবং দলকে গাইড করা ছাড়া সেভাবে দেখা যায় না। কিন্তু তাঁর বাড়িতে দিনভর বিভিন্ন দলের নেতাদের আনাগোনা লেগেই থাকে। প্রবীণ রাজনীতিকের পরামর্শ চাইতে আসেন অনেকে।

এদিকে ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে আচমকা হাজির লোকসভার তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকও। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও পুরপ্রধান উত্তম দাসও।
এই প্রসঙ্গে, পার্থ ভৌমিক বলেন, তড়িৎবাবু একজন প্রবীণ নেতা। ৮৪ বছর বয়স। নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাসের থেকে জানতে পারি ওঁর শরীরটা একটু খারাপ হয়েছে। হাঁটাচলায় একটু সমস্যা হচ্ছে। তাই বিধায়ক এবং পুরপ্রধানকে নিয়ে দেখতে গিয়েছিলাম। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। যা হয়েছে সবটাই ব্যক্তিগত এবং পুরোনো দিনের গল্প। পায়ে হাত দিয়ে নমস্কার করে ওঁর আশীর্বাদ চাইলাম।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version