Sunday, November 16, 2025

হঠাৎ তড়িৎ তোপদারের বাড়িতে দলবদলু অর্জুন সিং, জল্পনা তুঙ্গে

Date:

ব্যারাকপুরের রাজনীতিতে বর্ষীয়ান রাজনীতিক তড়িৎ তোপদারের সঙ্গে অর্জুন সিংয়ের মধুর সম্পর্কের কথা সর্বজনবিদিত। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েই তড়িৎ তোপদারের বাড়িতে এসে তাঁর আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন অর্জুন। বিজেপি ছেড়ে তৃণমূল ঘুরে ফের বিজেপিতে ফেরা সেই অর্জুন সিং এবারও সেই ট্রাডিশন বজায় রাখলেন। সোমবার সন্ধ্যেতে তিনি যান নোনাচন্দন পুকুরের বর্ষীয়ান নেতার বাসভবনে।

ভোটযুদ্ধে আবারও জয়যুক্ত হওয়ার আশীর্বাদ প্রার্থনা করলেন। বললেন, ওঁর আশীর্বাদ ছাড়া বারাকপুরে কিছুই হয় না। আশীর্বাদ আমি আগেও নিতে এসেছিলাম। এবারও এলাম।
আসলে তড়িৎবরণ তোপদার মানেই বারাকপুরের দাপুটে রাজনৈতিক চরিত্র। রাজ্যে ক্ষমতার পালাবদলে সিপিএম শূন্য হলেও এই অঞ্চলে এখনও য টিকে আছে তার নাম। বয়সের ভারে রাজনীতিতে সক্রিয়তা কমেছে তড়িৎবাবুর। একমাত্র এলাকার বড় মিটিংয়ে ভাষণ দেওয়া এবং দলকে গাইড করা ছাড়া সেভাবে দেখা যায় না। কিন্তু তাঁর বাড়িতে দিনভর বিভিন্ন দলের নেতাদের আনাগোনা লেগেই থাকে। প্রবীণ রাজনীতিকের পরামর্শ চাইতে আসেন অনেকে।

এদিকে ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে আচমকা হাজির লোকসভার তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকও। সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও পুরপ্রধান উত্তম দাসও।
এই প্রসঙ্গে, পার্থ ভৌমিক বলেন, তড়িৎবাবু একজন প্রবীণ নেতা। ৮৪ বছর বয়স। নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাসের থেকে জানতে পারি ওঁর শরীরটা একটু খারাপ হয়েছে। হাঁটাচলায় একটু সমস্যা হচ্ছে। তাই বিধায়ক এবং পুরপ্রধানকে নিয়ে দেখতে গিয়েছিলাম। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। যা হয়েছে সবটাই ব্যক্তিগত এবং পুরোনো দিনের গল্প। পায়ে হাত দিয়ে নমস্কার করে ওঁর আশীর্বাদ চাইলাম।

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version