কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মিলল না, ইডি-কে নোটিশ আদালতের

বৃহস্পতিবার কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এর পর দিল্লি আবগারি মামলায় তাঁকে নিজেদের হেফাজতে বৃহস্পতিবারই চেয়ে আদালতে আবেদন করতে পারে সিবিআই

0
2

বুধবার স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জামিন মামলার শুনানিতে ইডি (ED)-কে নোটিশ দাখিল করলেও অন্তর্বর্তী জামিন পেলেন না তিনি। ফলে বৃহস্পতিবার ফের তাঁর আদালতে ওঠার দিন সম্ভাবনা ঘনিয়ে এলো তাঁর সিবিআই হেফাজতে চলে যাওয়ার। কাজে এলো না কংগ্রেসনেতা আইনজীবী অভিষেক মনু সাংভির (Abhishek Manu Singhvi) সওয়াল।

বুধবার সওয়ালের শুরুতেই আত্মপক্ষ সমর্থন করে অভিষেক মনু সাংভি দিল্লি হাইকোর্টে (Delhi High Court) নিজের যুক্তি পেশ করেন কেন কেজরিওয়ালের গ্রেফতারি অযোক্তিক। ইডি-র পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল আইনজীবী এসভি রাজু (SV Raju) দাবি করেন ইডি এই জামিনের আবেদনের উত্তর সাজানোর জন্য যথেষ্ট সময় পায়নি। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা দুপক্ষের যুক্তি শোনার পর পর্যবেক্ষণে জানান, আদালত দুপক্ষের কথা শুনতে প্রতীজ্ঞাবদ্ধ। তার জন্য ইডি-র পক্ষের যুক্তি শোনাটা আবশ্যক। এই মামলায় ইডি-র বিস্তারিত উত্তর না শুনে সুযোগ না দেওয়া তাদের জন্য খারাপ।

এই মামলায় ইডি-র কাছে উত্তর চেয়ে নোটিশ জারি করে আদালত। পরবর্তী শুনানি ৩ এপ্রিল। তবে বৃহস্পতিবার কেজরিওয়ালের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এর পর দিল্লি আবগারি মামলায় তাঁকে নিজেদের হেফাজতে বৃহস্পতিবারই চেয়ে আদালতে আবেদন করতে পারে সিবিআই (CBI)।