Saturday, November 22, 2025

BJP-কে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জের ৩৫০ ঘণ্টা পার! এক্স হ্যান্ডেলে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

মনরেগা ও আবাস যোজনায় কেন্দ্র কত টাকা দিয়েছে বাংলাকে। শ্বেতপত্র প্রকাশ করুক। ৩৫০ ঘণ্টা আগে মোদি সরকারকে এই চ্যালেঞ্জ ছুড়ে ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু তার কোনও জবাব এখনও দিতে পারেনি BJP। বৃহস্পতিবার, নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) তীব্র কটাক্ষ করেন অভিষেক। লেখেন, বাংলা প্রকৃত সত্যে জানার অপেক্ষায় রয়েছে।

নিজের এক্স হ্যান্ডেলে মোক্ষম খোঁচা দিয়ে অভিষেক লেখেন,
“প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে, ৩৫০ ঘণ্টার কাছাকাছি, বিজেপি এখনও আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে লজ্জা পাচ্ছে। বাংলায় ২০২১-এ পরাজয়ের পর থেকে আবাস প্লাস এবং MGNREGA-তে কত টাকা দিয়েছে সেই শ্বেতপত্র প্রকাশ করা থেকে পিছিয়ে যাচ্ছে।
বাংলা প্রকৃত সত্যে জানার অপেক্ষায় রয়েছে!”

আগেই উত্তরের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলছেন, ২০২১-এ বাংলায় পরাজিত হওয়ার পরে কেন্দ্র বাংলাকে মনরেগা ও আবাস যোজনায় ১০ পয়সা দিয়েছে কোনও বিজেপি নেতা দেখাতে পারে, রাজনীতি ছেড়ে দেব। বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে গর্জন করে অভিষেক বলেন, বাংলার সব টাকা বন্ধ করে রেখেছে বিজেপি। বঙ্গের বিজেপি (BJP) নেতারাই টাকা আটকে রাখতে বলেছেন। বিজেপির বহিরাগত নেতারা বাংলা বিরোধী। বাংলাকে লাঞ্ছিত, শেষিত করে রেখেছে। তথ্য দিয়ে জানান, মোদি বলেছেন ৪২ হাজার কোটি টাকা আবাসের জন্য দিয়েছেন। অথচ ১৪ ডিসেম্বর ২২ রাজ্য সরকার লিখেছিল আবাসের টাকা দেওয়া হয়নি। এর পরেই সরাসরি নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “বাংলাকে কত টাকা দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “কেন্দ্র টাকা দিলে তো ব্যাঙ্কে দিয়েছে, তার ডিটেলস দিক। কত টাকা দিয়েছেন মোদি বাবু, তার রিলিজ অর্ডার দিন“

এরপর থেকে ৩৫০ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও কোনও শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি মোদি সরকার। তাঁর সভায় নথি নিয়ে আসার জন্যেও বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করেন অভিষেক। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কোনও প্রতিনিধি পাঠাতে পারেনি গেরুয়া শিবির। এই নিয়েই বিজেপিকে চূড়ান্ত কটাক্ষ করেছেন অভিষেক।




Related articles

দাবি আদায়ে অপহরণ ২০০ স্কুলপড়ুয়াকে! নাইজেরিয়ায় এক সপ্তাহে দুবার হামলা

প্রশাসনের বিরুদ্ধে নিজেদের দাবি আদায় অপহরণের পথ বেছে নিয়েছে নাইজেরিয়ার জেহাদি গোষ্ঠীগুলি। উত্তর নাইজেরিয়ায় (Nigeria) বারবার অপহরণের (abduction)...

বিশ্বকাপের আগেই ফিফার মেগা টুর্নামেন্ট, সুযোগ পাবে ভারত?

আগামী বছর উত্তর আমেরিকার তিন দেশে হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। আগামী বছর ফিফা বিশ্বকাপ(FIFA World Cup) হবে ৪৮...

চক্রব্যূহে ফাঁসলে বেরোনো খুব কঠিন: নীরবতা ভেঙে কাকে নিশানা ধনকড়ের!

“ঈশ্বর করুন, যেন কেউ চক্রব্যূহে না পড়ে। চক্রব্যূহে কেউ ফাঁসলে বেরোনো খুব কঠিন“- উপরাষ্ট্রপতি পদে ইস্তাফা দেওয়ার দীর্ঘদিন...

আফটার শক বাংলাদেশে: শনিবার ফের কেঁপে উঠল বাইপাইল

শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের। ভূমিকম্পের (earthquake) জেরে আফটার শকের...
Exit mobile version