Friday, December 19, 2025

‘স্বার্থান্বেষী গোষ্ঠী’ বিচার ব্যবস্থাকে প্রভাবিত করছে, প্রধান বিচারপতিকে চিঠি ৬০০ আইনজীবীর

Date:

Share post:

দেশের বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী এই চেষ্টা করছে। এমনটাই দাবি দেশের আইনজীবীদের।শুধু তাই নয়, তারা প্রকাশ্যে ‘বেঞ্চ ফিক্সিং’য়ের মতো শব্দ প্রয়োগ করছে। আদালতকে কায়েমি স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখলেন দেশের ৬০০ জন বিশিষ্ট আইনজীবী। তাঁদের মধ্য রয়েছেন, হরিশ সালভে, মননকুমার মিশ্র, আদিশ আগরওয়ালা, চেতন মিত্তল, পিঙ্কি আনন্দ, হিতেশ জৈন, উজ্জ্বলা পাওয়ার, উদয় হোল্লা এবং স্বরূপমা চতুর্বেদি প্রমুখ।

কী লিখেছেন তারা? দেশের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তাঁরা লিখেছেন, এক কায়েমি স্বার্থ রক্ষাকারী গোষ্ঠী বিচারবিভাগের উপর চাপ সৃষ্টি করছে। যা খুবই উদ্বেগজনক। তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব খাটাচ্ছে বিচার প্রক্রিয়ায়। অসার যুক্তি এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিচারবিভাগকে ব্যবহার করে আদালতের মর্যাদাহানি করছে। এই ধরনের গোষ্ঠী ‘বেঞ্চ ফিক্সিং’য়ের মতো তত্ত্ব খাড়া করে দিচ্ছে, যা মোটেই কাম্য নয় বলে মনে করেন দেশের তাবড় আইনজীবীরা। এসব ব্যাপার শুধু অসম্মানজনক তাই নয়, আদালতের সম্মান ও সম্ভ্রমের প্রতিও অমর্যাদাকর। নির্বাচনের আগে যখন দেশের প্রতিটি কোণায় বিরোধী দলগুলির নেতানেত্রীদের বিভিন্ন অভিযোগে ধরে ধরে জেলে পোরা হচ্ছে এবং তাঁদের হেফাজতের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে তদন্তের স্বার্থে, তখন দেশের বিশিষ্ট আইনজীবীদের প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে লেখা এই চিঠি খুবই তাৎপর্যপূর্ণ।

এই ধরনের গোষ্ঠী বিশ্বাস ও সম্প্রীতি বাতাবরণ নষ্ট করতে চাইছে।যার উপর ভিত্তি করে বিচারকার্য পরিচালনা হয়, তা নষ্ট করার চেষ্টা চলছে বলে চিঠিতে তাঁদের অভিযোগ। তাঁরা স্পষ্ট করে বলেছেন, এই চাপের কৌশল চলছে বিশেষত রাজনৈতিক মামলাগুলির ক্ষেত্রে। তার থেকেও বড় বিষয় হচ্ছে দুর্নীতির অভিযোগে রাজনৈতিক ব্যক্তিত্বদের মামলায় অত্যধিক চাপ আসছে। এই কৌশল আদালতের ক্ষতি করছে। দেশের গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করছে।

চিঠিতে স্বাক্ষরকারী আইনজীবীরা বলেছেন, কিছু নির্দিষ্ট আইনজীবী বিচারবিভাগকে হাস্যকর করে তোলার কাজে যুক্ত রয়েছেন। তাঁরা বর্তমানের সঙ্গে তুলনা করে অতীতের সুবর্ণযুগ অথবা দারুণ কাজ হতো এসবের মিথ্যা প্রচার করে বেড়াচ্ছেন। এও দেখা যাচ্ছে কিছু আইনজীবী দিনের আলোয় রাজনীতিকদের হয়ে আদালতে দাঁড়াচ্ছেন। রাতে আবার তাঁরাই মিডিয়ার সাহায্য নিয়ে বিচারক বা বিচারপতিদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, এই ধরনের আইনজীবীরা সাধারণ মানুষের মন থেকে বিচারবিভাগের প্রতি আস্থা তুলে দেওয়ার চেষ্টা করছেন। আইনের স্বচ্ছ, নিরপেক্ষ প্রয়োগ ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। চিঠির শেষে প্রধান বিচারপতির কাছে তাঁরা আর্জি জানিয়েছেন, ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহার করার এই প্রক্রিয়া বন্ধ করা হোক। যার ক্ষতি করতে চাইছে, তাদের বিরুদ্ধ চুপ করে থাকলে অথবা হাত গুটিয়ে বসে থাকলে তারা আরও পেয়ে বসবে। এখন ভদ্র সেজে মুখ বুজে বসে থাকার সময় নয়, লিখেছেন আইনজীবীরা।

 

 

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...