Friday, November 7, 2025

গ্যাসের সঙ্গে আধার লিংকের সময়সীমা মার্চেই শেষ, কী হবে এবার?

Date:

রান্নার গ্যাসের পরিষেবা নিশ্চিন্তে পেতে অনেকেই তড়িঘড়ি আধার সংযোগ ( Aadhaar verification with LPG) করিয়ে ফেলেছেন। কেউ আবার ভাবছেন বাকি দুদিনের মধ্যে কাজ সেরে ফেলবেন। কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের পক্ষে হয়তো ৩১ মার্চের মধ্যে আধার (Aadhaar) তথ্য যাচাই করা সম্ভব হবে না। কী হবে তাঁদের? এপ্রিল থেকে তাঁরা কি আর গ্যাস পাবেন না? মার্চ মাসের প্রায় শেষ লগ্নে দাড়িয়েও এখনও ধোঁয়াশা কাটাতে পারল না কেন্দ্রীয় তেল মন্ত্রক (Union Ministry of Oil)।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে ৩১ মার্চ অর্থাৎ সামনের রবিবারের মধ্যে যাচাই পর্ব সারার নির্দেশ পাঠিয়েছে কেন্দ্রীয় তেল মন্ত্রক। প্রথম নির্দেশিকা এসেছিল গত অক্টোবরে, কারণ স্পষ্ট না হলেও সংশ্লিষ্ট মহলের মতে, ভর্তুকির ভুয়ো সংযোগ চিহ্নিত করে সরকারি অর্থের অপচয় রোখাই ছিল লক্ষ্য। কিন্তু কতটা এগোলো লক্ষ্য পূরণের কাজ? সূত্র বলছি এখনো পর্যন্ত ৫০ থেকে ৬০ শতাংশ মানুষের আঁধার তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। তাহলে বাকিদের কী হবে? সূত্র বলছে, এ মাসে তেল মন্ত্রকের সেকশন অফিসার (LPG) প্রদীপ কুমার মন্ত্রকের মূল নির্দেশিকাটির উল্লেখ করে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের ডিরেক্টরদের চিঠি দিয়েছেন। সেখানে আধার যাচাই ৩১ মার্চের মধ্যে সারতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে ১০০ শতাংশ কাজ হয়তো এই সময়ের মধ্যে শেষ হবেনা। তাহলে কি কানেকশন কাটা হবে? নাকি ভর্তুকি মিলবে না? তেল সংস্থা সূত্রের দাবি, ভর্তুকি বন্ধ হওয়া বা সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হওয়ার বার্তা কেন্দ্রের নির্দেশে নেই। কিন্তু নির্দেশিকা ঘিরে যথেষ্ট অস্বচ্ছতা এখনও রয়ে গেছে।

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version