Wednesday, November 5, 2025

মহারাষ্ট্রে আসনরফা নিয়ে সমস্যা! ভোটের মুখে উদ্ধবের সঙ্গে দূরত্ব বাড়ছে NCP-কংগ্রেসের

Date:

আসন্ন লোকসভা নির্বাচনে (Loksabha Election) ইতিমধ্যেই মহারাষ্ট্রের (Maharashtra) ১৭ আসনে ‘একতরফা’ ভাবে প্রার্থী ঘোষণা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thahackeray) শিবসেনা (UBT)। আর সেই তালিকা ঘোষণার পরই রীতিমতো ক্ষেপে লাল বঞ্চিত বহুজন আঘাড়ির-র প্রধান তথা প্রাক্তন সাংসদ প্রকাশ আম্বেদকর (Prakash Ambedkar)। প্রকাশ এতটাই ক্ষুব্ধ যে তিনি ইতিমধ্যেই উদ্ধবের হাত ছেড়ে একলা চলোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সময় যত গড়াচ্ছে সেই বিচ্ছেদ যে রীতিমতো দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলছে তা দিনের আলোর মতো পরিষ্কার। তবে এতটুকু হয়তো ঠিকই ছিল, কিন্তু এবার সরাসরি উদ্ধব ঠাকরেকেই আক্রমণের রাস্তায় হাঁটল মহাবিকাশ আঘাড়ি জোট। শরদ পাওয়ারের (Sharad Pawar) এনসিপি (NCP) নেত্রী বিদ্যা চহ্বাণ শুক্রবার উদ্ধবসেনার আচরণে ক্ষোভপ্রকাশ করে বলেন, আমাদের নেতা শরদ পাওয়ারের প্রতি সম্মান জানিয়ে মুম্বাইয়ের একটি আসন অন্তত ছেড়ে দেওয়া উচিত ছিল অন্তত একটি লোকসভা আসন ছেড়ে দেওয়া উচিত উদ্ধব ঠাকরের। আর তা না করে তিনি যে একেবারেই ঠিক করেননি তাও মনে করিয়ে দিতে ভোলেননি এনসিপি নেত্রী। তবে বিআর আম্বেদকারের পৌত্র প্রকাশও আলাদা ভাবে নটি আসনে প্রার্থী ঘোষণা করে বিরোধী জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছেন তিনি।

মূলত এনসিপির অভিযোগ, আসন্ন লোকসভা ভোটে আসনরফা নিয়ে মহাবিকাশ আঘাড়ির অন্য দুই শরিক কংগ্রেস এবং এনসিপির সঙ্গে আলোচনা চলাকালীনই মুম্বাইয়ের ছটি লোকসভা আসনের মধ্যে চারটিতেই প্রার্থী ঘোষণা করে উদ্ধবের দল। আর সেই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ক্ষোভপ্রকাশ করেছে কংগ্রেসও। মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি নানা পাটোলে সাফ জানিয়েছেন উদ্ধবের এমন সিদ্ধান্তে তাঁরাও রীতিমতো অস্বস্তিতে। বিআর অম্বেডকরের পৌত্র প্রকাশও আলাদা ভাবে ন’টি আসনে প্রার্থী ঘোষণা করে কার্যত বিরোধী জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছেন। এদিকে হাত শিবিরের তরফে মুম্বাই উত্তর-পশ্চিম এবং মুম্বই দক্ষিণ-মধ্য আসনের দাবি জানানো হলেও তা মানেননি উদ্ধব। শিবসেনার জেতা আসন মুম্বাই দক্ষিণ, এমনকি বিজেপির দখলে থাকা মুম্বাই উত্তর পূর্বতেও প্রার্থী দিয়েছে তারা। আর এমন পরিস্থিতিতে উদ্ধব ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, গত দু’টি ভোটে বিজেপির জেতা আসন মুম্বাই উত্তরেও প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version