Saturday, November 8, 2025

স্বামীকে গ্রেফতারির প্রতিবাদ! মোদি সরকারকে ‘কোণঠাসা’ করতে মাস্টারস্ট্রোক কেজরি-পত্নীর

Date:

আবগারি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী (Chief Minister Delhi) অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। লোকসভা ভোটের (Loksabha Election) মুখে কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতির’ অভিযোগ তুলে ইতিমধ্যেই দিল্লি-সহ দেশের বিভিন্ন প্রান্তে কেজরিওয়ালকে অবিলম্বে মুক্তির দাবিতে সরব আম আদমি পার্টির (AAP) কর্মী সমর্থকরা। তবে দলীয় নেতা, কর্মীদের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে প্রথম থেকে সরব আপ সুপ্রিমোর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। এবার স্বামীর সমর্থনে হোয়াটস অ্যাপ (Whats App) নম্বর চালু করলেন সুনীতা (Sunita Kejriwal)। ইতিমধ্যে সেই নম্বর দলীয় কর্মী-সমর্থকদের জন্য শেয়ারও করেছেন কেজরি-পত্নী। আপ প্রধানকে যে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে সেই দাবি তুলেই কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার চালানো হবে বলে স্পষ্ট জানিয়েছেন সুনীতা। সবকিছু ঠিক থাকলে আজ অর্থাৎ শুক্রবার থেকেই সেই প্রচারের কাজ শুরু করতে চায় আম আদমি পার্টি। প্রচারের নাম দেওয়া হয়েছে ‘কেজরীওয়াল কো আশীর্বাদ’।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আপের দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে কেজরিওয়ালের স্ত্রী বলেন, শুক্রবার থেকেই কেজরিওয়ালকে গ্রেফতারির প্রতিবাদে প্রচার শুরু করবে আপ। ইতিমধ্যে সবাইকে হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই নম্বরেই কেজরিওয়ালের উদ্দেশে বার্তা পাঠানো যাবে। এরপরই আপ প্রধানের জন্য কর্মী-সমর্থকদের প্রার্থনা এবং আশীর্বাদও প্রার্থনা করেছেন সুনীতা। এদিকে কেজরিকে বার্তা পাঠানোর জন্য যে হোয়াটসঅ্যাপ নম্বরটি চালু করা হয়েছে, সেটি হল ৮২৯৭৩২৪৬২৪।

বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন আপ প্রধান। বৃহস্পতিবারই আগামী ১ এপ্রিল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এই পরিস্থিতিতে তাঁর শারীরিক অবস্থা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন সুনীতা। বৃহস্পতিবার একটি ভিডিয়ো বার্তায় সুনীতার দাবি, কেজরিওয়ালের শারীরিক অবস্থা ভালো নেই। আপনাদের মুখ্যমন্ত্রীকে হেনস্থা করা হচ্ছে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version