পিএইচডি ভর্তির নিয়মে বড় বদল আনল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC। নতুন শিক্ষানীতি (National Education policy) অনুসারে NET পরীক্ষায় পাস করলেই এবার থেকে পিএইচডি-তে ভর্তি হওয়া যাবে। আলাদা করে বিশ্ববিদ্যালয়ের আর কোনও পরীক্ষা দিতে হবে না। সারা দেশ জুড়ে পিএইচডির একটাই প্রবেশিকা পরীক্ষা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।