Sunday, August 24, 2025

আবার আয়কর নোটিশ! নির্বাচনের আগে কংগ্রেসকে ‘পঙ্গু’ করার চেষ্টা

Date:

আয়কর দফতরের বিরাট টাকার অঙ্কের নোটিশ কংগ্রেস দফতরে পৌঁছানোর পর শোরগোল পড়ে যায় গোটা দেশে। বিজেপি বিরোধী দলগুলি নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে নির্বাচন দফতরেও সরব হয়। তবে তাতে বিজেপির প্রতিশোধস্পৃহায় যে এতটুকু ব্যত্যয় হয়নি তার প্রমাণ পাওয়া যায় শুক্রবার রাতেই। কংগ্রেস দফতরে শুক্রবার রাতে আবার দুটি নোটিশ পৌঁছায় আয়কর দফতরের পক্ষ থেকে। অথচ বিজেপির আয়কর ফাঁকি নিয়ে কংগ্রেসের তোলা দাবি নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি আয়কর দফতরের পক্ষ থেকে।১,৮২৩ কোটি টাকা দাবি করে বৃহস্পতিবার কংগ্রেসকে নোটিস পাঠিয়েছিল আয়কর দফতর। শনিবার ফের দুটি নোটিশে কত টাকা জরিমানা করা হলো?

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে কংগ্রেসের অ্যাকাউন্ট আয়কর দফতরের পক্ষ থেকে সিল করে দেওয়া নিয়ে পদক্ষেপে কোনও হস্তক্ষেপ করেনি। তারপরেই কংগ্রেস দফতরে ১৮০০ কোটি টাকার নোটিশ পৌঁছায় আয়কর বিভাগ থেকে। আবার সেই রাতে আরও দুটি নোটিশ কংগ্রেস সদর দফতরে পৌঁছেছে বলে দাবি কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের। হাত শিবিরের তরফে জানানো হয়েছে, ২০১৪-’১৫ এবং ২০১৬-’১৭ অর্থবর্ষের জন্য ১,৭৪৫ কোটি টাকা জরিমানা দিতে হবে বলে নোটিস পাঠিয়েছে আয়কর দফতর। এর আগে ১৯৯৪-’৯৫, ২০১৭-’১৮ থেকে ২০২০-’২১ অর্থবর্ষের জন্য আয়কর নোটিস পাঠানো হয়েছিল। ফলে সব মিলিয়ে মোট ৩,৫৬৭ কোটি টাকা জরিমানা দিতে বলা হয়েছে কংগ্রেসকে।অন্যদিকে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ডিকে শিবকুমারের কাছেও শুক্রবার আয়কর দফতরের নোটিশ পৌঁছায় বলে দাবি দক্ষিণের কংগ্রেস নেতার। যদিও ব্যাপক আর্থিক অসংগতি থাকা সত্ত্বেও এবং কংগ্রেসের পক্ষ থেকে তা প্রকাশ্যে আনা সত্ত্বেও আয়কর দফতর যেন তা দেখতেই পাচ্ছে না।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version