Friday, August 22, 2025

ঝড়ের তা.ণ্ডবে জলপাইগুড়িতে মৃ.ত ৫! প্রচার থামিয়ে হাসপাতালে গৌতম ও নির্মল

Date:

মাত্র ১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি এলাকা। বার্নিশ, সাপটিবাড়ি ব্লক সহ আশপাশের প্রায় দশ কিমি এলাকা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত প্রায় তিন শতাধিক। রবিবার বিকেলে এই বিপর্যয়ের পরই প্রচার থামিয়ে হাসপাতালে পৌঁছন জলপাইগুড়ির প্রার্থী ড. নির্মলচন্দ্র রায়, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মৃতদের পরিবারের পাশে থাকার কথা দেন তাঁরা। আহতদের চিকিৎসা যেন ভালভাবে সেই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল থেকে বেরিয়েই তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।

এদিনের ঝড়ের গতিবেগ এতটাই ছিল যে ওই এলাকার প্রায় ৫০০ বাড়ি-ঘর উড়িয়ে নিয়ে যায়। পাকা বাড়িগুলির টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। কাঁচা বাড়িগুলি ধূলিসাৎ হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারেও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষের জমি। এরই সঙ্গে ঝড়ে উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল। প্রচুর গাছ উপড়ে পড়েছে। গাছের ডাল পড়ে আহত হয়েছেন বহু মানুষ। গাছের ডালের আঘাতে এবং ঝড়ের হাত থেকে বাঁচতে পালাতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। তাছাড়া ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি গাড়িও উল্টে যায়। এর পাশাপাশি বেশ কিছু বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে এলাকাগুলি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঝড় থামতেই এলাকার লোকজন আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন। খবর যায় ব্লক প্রশাসনের কাছে। ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু তাঁর দফতরের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে যান। তাঁর সঙ্গেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান ময়নাগুড়ি থানার আইসি সুবলচন্দ্র ঘোষ। ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতায় আহতদের উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি হাসপাতালে পাঠানো হয়, পরে সেখান থেকে গুরুতর আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুটি রিলিফ সেন্টার খোলা হয়েছে। একটি পুটিমারি হাই স্কুল এবং অন্যটি বার্নিশ হাই স্কুলে। ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন- অসম থেকে বাংলায় প্রবেশের সময় টুরিস্ট বাস থেকে উদ্ধার ১০ লক্ষ টাকা

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version