Sunday, November 9, 2025

মর্মান্তিক, পাতিয়ালায় জন্মদিনের কেক খেয়ে বিষক্রিয়ায় মৃত নাবালিকা

Date:

পরিবারের কেউ স্বপ্নেও ভাবেননি জন্মদিনের আনন্দ শেষ পর্যন্ত এমন পরিণতি হবে। অথচ এমনই মর্মান্তিক পরিণতি ঘটেছে পাঞ্জাবের পাতিয়ালার এক পরিবারে।ঘটনার সূত্রপাত ২৪ মার্চ। বাড়ির মেয়ের দশ বছরের জন্মদিনে মেতে উঠেছিল গোটা পরিবার৷ কিন্তু কেউই ভাবেননি মাত্র কয়েক ঘণ্টা পরই কী ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করে রয়েছে মেয়েটির জন্য৷ জন্মদিনে আনা কেক খাওয়ার পর বিষক্রিয়ায় দশ বছরের ওই বালিকার মৃত্যু হয় বলে অভিযোগ৷দশ বছরের ওই মেয়েটির নাম মানভি৷ গত ২৪ মার্চ তার জন্মদিন উপলক্ষে মানভির পরিবার অনলাইনে একটি  কেক অর্ডার করেছিল।অভিযোগ, কেকটি খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মানভি এবং তার বোন সহ পরিবারের পাঁচ জন সদস্যই অসুস্থ হয়ে পড়ে৷

মানভির দাদু জানিয়েছেন, সন্ধে ৬টা নাগাদ অনলাইনে ওই চকোলেট কেকটি অর্ডার করা হয়৷ ৭টা নাগাদ কেক কেটে মানভির জন্মদিন উদযাপন করেন তাঁরা৷ রাত দশটা নাগাদ পরিবারের প্রত্যেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন৷মানভি এবং তার বোনের বমি শুরু হয়৷মানভি জানায়, তার গলা এবং মুখ খালি শুকিয়ে আসছে৷ জল খেতেও চায় সে৷ এর পরে ওই বালিকা ঘুমোতে চলে যায়৷ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে মানভিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়, ইসিজিও করানো হয়৷ কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মানভির৷

পাতিয়ালার যে কেকের দোকান থেকে ওই জন্মদিনের কেক অর্ডার করা হয়েছিল, সেই দোকানের মালিকের বিরুদ্ধেও এফআইআর করেছে পুলিশ৷ মৃতদেহের ময়নাতদন্তের পাশাপাশি ওই কেকের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷






 

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version