Tuesday, August 12, 2025

নির্বাচনী বিজ্ঞাপনে ‘নারীদের অপমান’! বিজেপির বিরুদ্ধে নালিশ জানাতে কমিশনে মহিলা সংগঠন

Date:

ভোট যত এগিয়ে আসছে বিরোধীদের একের পর এক অভিযোগে চাপ বাড়ছে কেন্দ্রের মোদি (Narendra Modi Govt) সরকারের উপর। ভোটের মুখে ফের নারীদের (Women)  অপমান (Insult) করে সংবাদ শিরোনামে গেরুয়া শিবির। এবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে কটাক্ষ করে তৈরি করা একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে মাথা হেঁট বিজেপির (BJP)। আর সেই বিজ্ঞাপনী প্রচারকে অবিলম্বে বন্ধের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ চারটি মহিলা সংগঠন। তাদের দাবি, এই বিজ্ঞাপন তৈরি করে নারীদের অপমান করেছে কেন্দ্রের মোদি সরকার। পাশাপাশি বিবাহ নামক একটি প্রতিষ্ঠানকেও অবমাননার অভিযোগ সামনে এনেছে মহিলা সংগঠনগুলি। তবে ভোটের মুখে বিজেপির বেটি বাঁচাও স্লোগান যে শুধু মুখেই তা নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা।

দেশের চারটি মহিলা সংগঠন কমিশনকে সাফ জানিয়েছে, ওই বিজ্ঞাপন অবিলম্বে বিজেপিকে তুলে নিতে হবে। পাশাপাশি, এমন বিজ্ঞাপন তৈরি করে প্রচার করার জন্য ক্ষমাও চাইতে হবে গেরুয়া শিবিরকে। পাশাপাশি নারীদের অপমানের কারণে দেশের সকল মহিলাকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে সংগঠনের তরফে। সংগঠনগুলির অভিযোগ, এই বিজ্ঞাপন থেকে স্পষ্ট যে বিজেপি কতটা নারী-বিরোধী।

গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ওই বিতর্কিত ভিডিও পোস্ট করে বিজেপি। দু’মিনিট ২৩ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা গিয়েছে, পাত্রপক্ষ পাত্রী দেখতে গিয়েছেন। সেখানে পাত্র ছাড়াও রয়েছেন তাঁর অন্যান্য আত্মীয়েরা। বিজ্ঞাপনে পাত্র হিসাবে রাহুল গান্ধীকে দেখানো হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সোনিয়া গান্ধী-সহ একাধিক বিরোধী নেতানেত্রীকে দেখানো হয়েছে। এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি তোলে বিরোধীরা। তাঁদের অভিযোগ, বিজ্ঞাপনে নারীকে ‘পণ্য’ হিসাবে দেখানো হয়েছে। যা নারীদের অপমান। সেই বিজ্ঞাপন কেই নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মোদি সরকার।

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version