Sunday, May 4, 2025

নির্বাচনী বিজ্ঞাপনে ‘নারীদের অপমান’! বিজেপির বিরুদ্ধে নালিশ জানাতে কমিশনে মহিলা সংগঠন

Date:

ভোট যত এগিয়ে আসছে বিরোধীদের একের পর এক অভিযোগে চাপ বাড়ছে কেন্দ্রের মোদি (Narendra Modi Govt) সরকারের উপর। ভোটের মুখে ফের নারীদের (Women)  অপমান (Insult) করে সংবাদ শিরোনামে গেরুয়া শিবির। এবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে কটাক্ষ করে তৈরি করা একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে মাথা হেঁট বিজেপির (BJP)। আর সেই বিজ্ঞাপনী প্রচারকে অবিলম্বে বন্ধের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ চারটি মহিলা সংগঠন। তাদের দাবি, এই বিজ্ঞাপন তৈরি করে নারীদের অপমান করেছে কেন্দ্রের মোদি সরকার। পাশাপাশি বিবাহ নামক একটি প্রতিষ্ঠানকেও অবমাননার অভিযোগ সামনে এনেছে মহিলা সংগঠনগুলি। তবে ভোটের মুখে বিজেপির বেটি বাঁচাও স্লোগান যে শুধু মুখেই তা নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা।

দেশের চারটি মহিলা সংগঠন কমিশনকে সাফ জানিয়েছে, ওই বিজ্ঞাপন অবিলম্বে বিজেপিকে তুলে নিতে হবে। পাশাপাশি, এমন বিজ্ঞাপন তৈরি করে প্রচার করার জন্য ক্ষমাও চাইতে হবে গেরুয়া শিবিরকে। পাশাপাশি নারীদের অপমানের কারণে দেশের সকল মহিলাকে একজোট হয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে সংগঠনের তরফে। সংগঠনগুলির অভিযোগ, এই বিজ্ঞাপন থেকে স্পষ্ট যে বিজেপি কতটা নারী-বিরোধী।

গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ওই বিতর্কিত ভিডিও পোস্ট করে বিজেপি। দু’মিনিট ২৩ সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা গিয়েছে, পাত্রপক্ষ পাত্রী দেখতে গিয়েছেন। সেখানে পাত্র ছাড়াও রয়েছেন তাঁর অন্যান্য আত্মীয়েরা। বিজ্ঞাপনে পাত্র হিসাবে রাহুল গান্ধীকে দেখানো হয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল, সোনিয়া গান্ধী-সহ একাধিক বিরোধী নেতানেত্রীকে দেখানো হয়েছে। এই বিজ্ঞাপন নিয়েই আপত্তি তোলে বিরোধীরা। তাঁদের অভিযোগ, বিজ্ঞাপনে নারীকে ‘পণ্য’ হিসাবে দেখানো হয়েছে। যা নারীদের অপমান। সেই বিজ্ঞাপন কেই নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মোদি সরকার।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version