ম্যাচ জিতেও শাস্তির মুখে পন্থ, কিন্তু কেন?

চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেতে হয়েছে দিল্লির অধিনায়ককে।

গতকাল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চলতি আইপিএল-এর মরশুমে প্রথম জয় পায় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে অর্ধশতরানও করেন দিল্লির অধিনায়ক ঋশভ পন্থ। কামব্যাকের পর এটাই প্রথম অর্ধশতরান পন্থের। তবে এরই মধ্যে বিপত্তি। ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লি অধিনায়ক। জরিমানা করা হয়েছে পন্থকে।

চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেতে হয়েছে দিল্লির অধিনায়ককে। রবিবার বিশাখাপত্তনমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। চেন্নাইয়ের ইনিংসে মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হয়েছে পন্থকে। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে দিল্লি অধিনায়ককে। এই নিয়ে আইপিএল একটি বিবৃতিতে জানিয়েছে, “পন্থের দল প্রথমবার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বল করলে জরিমানা করা হয়। সেই নিয়মে পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যেহেতু চলতি আইপিএলে প্রথমবার এই নিয়ম ভেঙেছে দিল্লি, তাই পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে।“

নিয়ম অনুযায়ী, আইপিএলে নির্দিষ্ট সময়ের মধ্যে ইনিংস শেষ না করতে পারলে শাস্তির মুখে পড়তে হয় দলের অধিনায়ককে। সেই ধারায় শাস্তির মুখে পরলেন পন্থ।

আরও পড়ুন- কামব্যাকের পর প্রথম অর্ধশরান, ম্যাচ শেষে আবেগে ভাসলেন ঋষভ পন্থ