মালদহে তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার! কারণ নিয়ে ধোঁয়াশা

মালদহ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের দাবি, মৃত যুবক তাঁদের দলের কর্মী। এলাকায় ভালো কাজ করার সুবাদে বিজেপি কর্মী সমর্থকরা তাঁকে খুন করে

লোকসভা ভোটের মুখে ফের রাজ্যে খুন তৃণমূল কর্মী। পুরাতন মালদহের সাহাপুরের ঘটনা। সূত্রের খবর , বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে বাড়ির সামনের রাস্তা থেকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মালদহ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের দাবি, মৃত যুবক তাঁদের দলের কর্মী। এলাকায় ভালো কাজ করার সুবাদে বিজেপি কর্মী সমর্থকরা তাঁকে খুন করে বলে অভিযোগ।

তবে যুবককে খুনের প্রতিবাদে সোমবার সকালে আড়াই ঘণ্টা মালদহ-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরিবারের অভিযোগ, সোমবার সকালেই তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর, বাড়ির সামনেই রাস্তা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মালদহ পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটতে পারে।