Sunday, November 9, 2025

রাজ্যের জবকার্ড হোল্ডারদের ৫০ দিন কাজ নিশ্চিত করল রাজ্য সরকার

Date:

একশ দিনের কাজে কেন্দ্রীয় মজুরি থেকে বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ওই প্রকল্পের জবকার্ডধারীদের ৫০ দিনের কাজ সুনিশ্চিত করা হয়েছে। এবার তা বাড়িয়ে ৬০ দিন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্য়মন্ত্রী নিজেই একথা ঘোষণা করেছেন। রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়ায় দলীয় জনসভা থেকে তিনি বলেন, আমরা ৫০ দিন কাজ দেব। জবকার্ড হোল্ডাররা যে টাকা পেতেন, সেটাই পাবেন। দরকার হলে ৫০ দিনের জায়গায় ৬০ দিন কাজ করতে পারবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুখ্য়মন্ত্রীর ঘোষণা করার আগেই এই বিষয়টি নিয়ে পরিকল্পনা শুরু করেছে রাজ্য সরকার। সব ঠিক থাকলে চলতি আর্থিক বছর থেকেই বাড়তি ১০ দিনের কাজ পাবেন একশ দিনের জবকার্ড হোল্ডাররা।
একশ দিনের কাজ প্রকল্পে গত তিনটি আর্থিক বছরে কেন্দ্র বাংলাকে কোনও টাকা দেয়নি। এই অবস্থায় ১০০ দিনের কর্মীদের বকেয়া পরিশোধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে কর্মশ্রী প্রকল্প। যার মাধ্যমে রাজ্যের জবকার্ড হোল্ডারদের ৫০ দিন কাজ নিশ্চিত করে রাজ্য সরকার। এখনও পর্যন্ত কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ পেয়েছেন ৬৪ লক্ষ ৩১ হাজার ১৩২ জন জবকার্ড হোল্ডার। ২৭ কোটি ৪৮ লক্ষ ৮৬ হাজার ৯০১টি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। রাজ্যের কোষাগার থেকে ৬১৯৮.৫৮ কোটি টাকা মজুরি বাবদ দেওয়া হয়েছে।






Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version