Friday, August 22, 2025

আইপিএল-এর দুটি ম্যাচে পরিবর্তন, বদলে গেল কেকেআর-রাজস্থান ম্যাচের সময়, কবে হবে সেই ম্যাচ?

Date:

অবশেষে জল্পনাই সত্যি। বদলে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের দিন। শুধু কেকেআর-রাজস্থান নয়, বদল গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচও। এদিন এমনটাই জানানো হল আইপিএল-এর পক্ষ থেকে।

১৭ এপ্রিল কলকাতায় ম্যাচ ছিল নাইটদের। প্রতিপক্ষ ছিলো রাজস্থান। সেই ম্যাচ হবে ১৬ এপ্রিল। তবে কেকেআরের ম্যাচ হবে ইডেনে। ১৬ এপ্রিল আহমেদাবাদে ম্যাচ ছিলো গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালসের । সেই ম্যাচ বদলে হবে আহমেদাবাদে ১৭ এপ্রিল। এই নিয়ে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, কলকাতার ম্যাচটি ১৬ এপ্রিল হবে, গুজরাতের ম্যাচটি হবে ১৭ এপ্রিল। দু’টি ম্যাচের দিন বদল মানে চারটি দলের খেলার দিন পরিবর্তন। তবে ওই চার দলের খুব কাছাকাছি ম্যাচ না থাকায় অসুবিধা হবে না।

জানা যাচ্ছে, কলকাতার ম্যাচটি ১৭ এপ্রিল আয়োজন করতে আপত্তি জানিয়েছিল পুলিশ। এই নিয়ে সিএবি-কে পাঠানো হয় চিঠিও। চিঠিতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল, যেহেতু ওই ম্যাচের দিন রামনবমী রয়েছে এবং নির্বাচনের জন্য অন্য রাজ্যে পুলিশ পাঠানো হয়েছে, তাই ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের জোগান দেওয়া সম্ভব নয়।” গতকাল এই নিয়ে বোর্ডের এককর্তা সংবাদ সংস্থাকে বলেছিলেন, “সিএবি আমাদের অনুরোধ করেছে ম্যাচের দিন বদলানোর জন্য। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। শোনা যাচ্ছে, সিএবি চাইছে ম্যাচটি একদিন আগে ১৬ এপ্রিল বা একদিন পরে ১৮ এপ্রিল আয়োজন করতে।” আর সেই দাবি মেনে নেওয়া হল। শেষমেশ পরিবর্তন হল ম্যাচের।

আরও পড়ুন- রাজস্থানের কাছে ম্যাচ হেরে কাকে কাঠগড়ায় তুললেন মুম্বই অধিনায়ক?


Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version