Saturday, November 29, 2025

বাংলায় নজরদারির ‘বাড়াবাড়ি’! সব বুথে ওয়েব কাস্টিংয়ের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে বাংলাকে অতিরিক্ত নজরদারিতে রাখতে তৎপর নির্বাচন কমিশন। সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী (Central Forces) পাঠানোর সিদ্ধান্তের পরে এবার রাজ্যের সব বুথে ওয়েব কাস্টিংয়ের সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই প্রযুক্তিও ব্যবহার করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। রাজ্যে কোন কোন বুথে ওয়েব কাস্টিং করা হবে তা ঠিক করতে সম্প্রতি জেলাশাসক তথা জেলার নির্বাচনী আধিকারিকদের থেকে কমিশন তথ্য তলব করছিল। সেক্ষেত্রে রাজ্যের স্পর্শকাতর বুথগুলিতেই শুধুমাত্র ওয়েব কাস্টিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু রিপোর্টকে পাত্তা না দিয়ে রাজ্যের ১০০ শতাংশ বুথেই ওয়েব কাস্টিং হবে বলে সিদ্ধান্ত নিল কমিশন।

২০২১-এর বিধানসভা নির্বাচনে এরাজ্যে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। তবে সেই সময় মাত্র ৫০.৩১ শতাংশ বুথেই এই ব্যবস্থা ছিল। এবার সেটাই বাড়িয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এবার রাজ্যের ৮০ হাজার ৫৩০ বুথেই ওয়েব কাস্টিং হবে। পঞ্জাবের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লোকসভা নির্বাচন (Election Commission) ঘোষণার সময়ই দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়ে ছিলেন, এ বারের ভোটে কোনও ধরনের অশান্তি বা গোলমাল বরদাস্ত করা হবে না। অশান্তি ঠেকাতে বিভিন্ন পদক্ষেপের কথাও বলেছিলেন তিনি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও ওয়েব কাস্টিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি।

এবার বাংলায় লোকসভা ভোটে রেকর্ড সংখ্যাক কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন। মোট ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Forces) আসার কথা। তবে প্রথম দফার ৩ কেন্দ্র- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তারই বিকল্প হিসেবে আগেই সব বুথে ওয়েব কাস্টিং সিদ্ধান্ত নিল কমিশন- খবর সূত্রের।



spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...