দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। কু-কথার অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন সতর্ক করেছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে। দলের সর্বোচ্চ নেতৃত্বকেও সতর্ক করেছিল কমিশন। কিন্তু থামার পাত্র নয় দিলীপ। ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। আবার উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগ নিয়েও ফের বিতর্কিত মন্তব্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীর।

দিলীপ ঘোষের মন্তব্য, ঝড় হলেই তৃণমূলের পোয়াবারো, যা আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। বন্যা হোক, ঝড় হোক ওরা চায়, কামাই হবে। আয়লা-আমফানে টাকা এলেও টাকা গেল তৃণমূলের পকেটে। যার বাড়ি ভেঙেছে সে কিছু পেল না, এবার যেন তা না হয়।

আজ, মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়ে বর্ধমানের বাদামতলা এলাকায় ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে জলপাইগুড়ির বিপর্যয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আরও পড়ুন- বৌবাজারে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ!

