জনগর্জনের সমর্থনে মাত্র ১২ দিনে সামিল ৮ লাখের বেশি মানুষ

মাত্র ১২ দিনেই আট লাখ পেরিয়ে গেল জনগর্জনের সমর্থন। তৃণমূলের জনগর্জন সভার পর নতুন প্রচার ক্যাম্পেন শুরু করেছে তৃণমূল। সেখানে নতুন পোর্টাল খোলা হয়েছে, https://jonogonergorjon.com/ নামে। মাত্র ১২ দিনেই ৮ লাখ ১৫হাজার মানুষ সমর্থন জানিয়েছেন এই পোর্টালে। এই জন সমর্থনেই পরিষ্কার, বহিরাগত জমিদারদের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যের সব প্রান্তের মানুষ বাংলার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। যত দিন যাচ্ছে, প্রতিরোধের স্ফীত জোয়ার আরও শক্তিশালী হচ্ছে। একইসঙ্গে স্পষ্ট হচ্ছে বিজেপির বিসর্জন এখন সময়ের অপেক্ষা। বিজেপির জমিদারদের সমূলে উৎপাত করতে ইতিমধ্যে অঙ্গীকার বদ্ধ হয়েছেন বিপুল মানুষ।

আরও পড়ুন- বিধিভঙ্গের অভিযোগ, এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল