Saturday, May 17, 2025

বিজেপি প্রার্থীকে নিয়ে পোস্ট, শতাব্দীর দাবি এক্স হ্যান্ডল করেন না!

Date:

Share post:

লোকসভা ভোটের আবহেই হ্যাক করা হল অভিনেত্রী তথা বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের এক্স-হ্যান্ডেল! যা নিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ তৃণমূলের তারকা প্রার্থী। দলীয় নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন শতাব্দী রায়। তাঁর দাবি, তিনি টুইট ব্যবহার করেন না।

ঘটনা কী? বীরভূমের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শতাব্দী রায়। যেখানে তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। কী লেখা ছিল সেই পোস্টে? গত রবিবার শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেল থেকে বীরভূমের বিজেপির প্রার্থী দেবাশিস ধরকে আক্রমণ করে দুটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ”২০২১ সালের বিধানসভা ভোটে দেবাশিস ধরকে কোচবিহার জেলায় দায়িত্বে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কোচবিহার জেলায় শীতলকুচি কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ গ্রামবাসীর মৃত্যু হয়েছিল। তারপরই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। শীতলকুচি কাণ্ডের পর থেকেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিআইডির আতস কাচের তলায় ছিল এই অফিসার। এই অফিসারের সম্পত্তিগত বিষয়ে তদন্ত শুরু করে সিআইডি। দেবাশিস ধরের সম্পত্তির বিভিন্ন নথি সংগ্রহের কাজ শুরু করেন সিআইডি গোয়েন্দারা। সেখান থেকেই জানা যায়, ২০১৫-১৭ সালের মধ্যে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ওই অফিসারের।”

শতাব্দী রায়ের এক্স হ্যান্ডেলে এই পোস্টের পরই শুরু হয় বিতর্ক। আর তার প্রতিক্রিয়াতেই শতাব্দী রায় স্পষ্ট জানান যে, তিনি ওই পোস্ট করেননি। তিনি বলেন,”আমি টুইট ব্যবহার করি না। এরকম পোস্ট আমি করি না। কে করেছে কেন করেছে দেখতে হবে। পুলিশকে আমি জানিয়েছি।” শতাব্দী রায়ের এই দাবির পরই উঠেছে তৃণমূল প্রার্থীর এক্স হ্যান্ডেল হ্যাক করার অভিযোগ।

আরও পড়ুন- ‘অসত্য বিজ্ঞাপন’ মামলায় সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে যোগগুরু রামদেব


 

spot_img

Related articles

বিদেশে পাক-বিরোধী প্রচারে কোন বিপক্ষ সাংসদরা, তালিকা প্রকাশ কেন্দ্রের

পাকিস্তান বিরোধী প্রচারে একাধিক দেশে যাবেন ভারতের সাংসদরা। এক একটি দেশে সাংসদদের যে প্রতিনিধিরা যাবেন তাঁদের নেতৃত্বে থাকবেন...

বৃষ্টির আশঙ্কা নিয়েই আজ দ্বিতীয় দফার আইপিএল শুরু, ফেভারিট বিরাটরা 

ভারত-পাক সংঘাতের আবহে ধরমশালায় বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল ম্যাচ (পঞ্জাব সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস)। সাময়িক বিরতি কাটিয়ে...

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের...

বাগবাজারে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার জ্বলন্ত দেহ! 

শনির সকালে বাগবাজারে (Bagbazar) একটি নির্মীয়মান বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির জ্বলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন,...