Sunday, November 16, 2025

বাংলাকে আবাস-MGNREGA-য় কত টাকা? শ্বেতপত্র হাতে প্রচারে আসুন! মোদির কাছে মোক্ষম দাবি অভিষেকের

Date:

তাপমাত্রার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে লোকসভা নির্বাচনে প্রচারের পারদ। বৃহস্পতিবার, ভোট প্রচারে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে ফের শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বুধবার, তারাপীঠে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক জানান, যে কেউ প্রচারে আসতে পারেন। তবে, মোদি যেন হাতে শ্বেতপত্র নিয়ে আসেন।

প্রধানমন্ত্রীর প্রচারে আসার বিষয় নিয়ে ফের চ্যালেঞ্জ ছোড়েন অভিষেক (Abhishek Bandyopadhyay)। বলেন, একহাতে শ্বেতপত্র ও অন্য হাতে মাইক্রোফোন নিয়ে বলুন বাংলাকে ২০২১-এর পর থেকে আবাস ও ১০০দিনের প্রকল্পে কত টাকা দিয়েছেন! অভিষেকের কথায়, “আমি আশা করব যে তিনি আসবেন এবং শ্বেতপত্র দেবেন। এখানে বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আবাস ও MGNREGA-এর অধীনে বাংলাকে দেওয়া শ্বেতপত্র দেখাবেন।“

এদিন ফের অভিষেক জানান, মানুষ যদি পাকা বাড়িতে বাস করত, তাহলে জলপাইগুড়িতে প্রবল বিপর্যয়ের সম্মুখীন হতে হত না। কিন্তু, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র আবাসের টাকা বন্ধ করে দেওয়ায় এই ক্ষতি হয়েছে। ময়নাগুড়িতে একটি দুই বছরের শিশুকে হাসপাতালে ভর্তি করা হত না, যদি কেন্দ্র বাংলার প্রাপ্য দিত। দায় সম্পূর্ণ বিজেপির!

এর আগেও বারবার বিজেপির কাছে ১০০ দিনের কাজ ও আবাস প্রকল্প নিয়ে বাংলায় ২০২১-র পর থেকে কত টাকা কেন্দ্র দিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক। চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, যদি বিজেপি দেখাতে পারে বাংলায় বিধাসভা ভোটে গোহারা হারার পরে রাজ্যেকে আবাস প্লাস বা ১০০দিনের কাজে ১ পয়সাও দিয়েছে আমি রাজনীতি ছেড়ে দেব। এই বিষয় শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। কিন্তু সেই চ্যালেঞ্জের প্রায় ৪০০ ঘণ্টার বেশি অতিক্রান্ত। এখনও বিজেপির তরফে চ্যালেঞ্জ গ্রহণের সাহস দেখানো হয়নি। এই পরিস্থিতিতে এদিন মোদিকে প্রবল চাপে ফেললেন অভিষেক।




Related articles

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...
Exit mobile version