অর্জুন সিংকে “Z” ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে “Y” প্লাস

"Z"ক্যাটেগরির নিরাপত্তায় কমান্ডো এবং পুলিশ অফিসার মিলিয়ে মোট ২২ জন থাকেন দায়িত্বে।

আগেই পেয়েছিলেন ব্যারাকপুর থেকে লোকসভার টিকিট, এবার একাধিকবার দলবদলু অর্জুন সিং ফের “Z” ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন। একইসঙ্গে বিজেপি যোগের দ্বিতীয় পুরস্কার হিসেবে হাইকোর্টের স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাচ্ছেন “Y” প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। পাশাপাশি বিজেপির আরও দুই বিজেপি নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁরা হলেন অভিজিৎ বর্মন ও তাপস দাস।

এই চারজনের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া অর্জুন সিং।
“Z”ক্যাটেগরির নিরাপত্তায় কমান্ডো এবং পুলিশ অফিসার মিলিয়ে মোট ২২ জন থাকেন দায়িত্বে। কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন ও কোচবিহারের বিজেপির কার্যনিবাহী সদস্য তাপস দাসকে দেওয়া হয়েছে “X” ক্যাটাগরির নিরাপত্তা।






 

Previous articleনিয়োগ মামলা: সরকারি আইনজীবীকে তলব হাইকোর্টের
Next articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম