Thursday, November 13, 2025

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪, জারি সুনামি সতর্কতা

Date:

ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তাইওয়ানের (Taiwan) একাংশ। বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪। এদিকে ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে সুনামির (Tsunami) সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সুনামির সতর্কতা রয়েছে দক্ষিণ জাপানের (South Japan) ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সেও। বুধবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫৮ মিনিটে তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে। রাজধানী তাইপেইয়ে কম্পন অনুভূত হয়। এদিন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এদিকে ইতিমধ্যে জাপানের তরফে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।


তবে বুধবার কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তবে সূত্রের খবর, প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। সূত্রের খবর, স্থানীয় একাধিক বহুতল এক দিকে হেলে পড়েছে বলে খবর। ইতিমধ্যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে বেশ কয়েকজনের ভেঙে পড়া বাড়িতে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উপকূলের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। বিশেষ করে জাপানের ওকিনাওয়া উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটাই। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে মাসে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। যেখানে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। এদিকে দূর্ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও ট্রেন পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version