Thursday, August 21, 2025

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪, জারি সুনামি সতর্কতা

Date:

ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তাইওয়ানের (Taiwan) একাংশ। বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪। এদিকে ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে সুনামির (Tsunami) সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সুনামির সতর্কতা রয়েছে দক্ষিণ জাপানের (South Japan) ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সেও। বুধবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫৮ মিনিটে তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে। রাজধানী তাইপেইয়ে কম্পন অনুভূত হয়। এদিন ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এদিকে ইতিমধ্যে জাপানের তরফে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।


তবে বুধবার কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তবে সূত্রের খবর, প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও ভূমিকম্পের ফলে প্রচুর ক্ষতি হয়েছে। সূত্রের খবর, স্থানীয় একাধিক বহুতল এক দিকে হেলে পড়েছে বলে খবর। ইতিমধ্যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে বেশ কয়েকজনের ভেঙে পড়া বাড়িতে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে উপকূলের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। বিশেষ করে জাপানের ওকিনাওয়া উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটাই। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে মাসে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ান। যেখানে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। এদিকে দূর্ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও ট্রেন পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version