রাজ্যে বিজেপির মুখোশ সিপিএম-কংগ্রেস! এবারও শূণ্য হবে”! দাবি কুণালের

এ রাজ্যে কংগ্রেস-সিপিএমকে (Congress CPIM) ভোট দেওয়া মানে বিজেপিকে (BJP) ভোট দেওয়া। বাম-কংগ্রেসকে ভোট দিলে আদপে বিজেপির হাত শক্ত হবে। তৃণমূল বাংলায় একাই লড়বে। সম্প্রতি কৃষ্ণনগরে (Krishnanagar) মহুয়া মৈত্রের (Mohua Moitra) সমর্থনে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে বিরোধীদের আক্রমণের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানিয়েছিলেন, বাংলায় জোটই হয়নি। এখানে ঘোঁট হয়েছে। সিপিএম কংগ্রেস, বিজেপি একদিকে। আর অন্যদিকে তৃণমূল।

এবার নেত্রীর সুরেই বাম – কংগ্রেসকে আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বাংলায় বিজেপির মুখোশ হল সিপিএম, প্রদেশ কংগ্রেস, এমনটা দাবি করে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন কুণাল।

বুধবার কুণাল তাঁর পোস্টে লেখেন, “এ রাজ্যে বিজেপির মুখোশ হল সিপিএম, প্রদেশ কংগ্রেস। ২০২১-এও তারা জোট করে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে চেয়েছিল। মানুষ শূণ্য দিয়েছিলেন। তৃণমূল একাই বিজেপিকে হারিয়েছিল।

তাঁর সংযোজন, “এবারও কং-বাম জোট বিজেপির উদ্দ্যেশ্যসাধনের জন্য নেমেছে। ওদের একটা ভোট দেওয়ার অর্থ বিজেপিকে মদত করা। বিজেপিকে হারাতে পারে শুধু তৃণমূল। প্রতিটা ভোট তৃণমূলকে দিন। মনে রাখুন, এখানে বিজেপি- বাম-কং এক।”